ত্রিপুরায় ৮৮ জন উগ্রপন্থীর অস্ত্র-সহ আত্মসমর্পণ

< 1 - মিনিট |

অস্ত্র তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের হাতে

কে আর সি টাইমস ডেস্ক

সহিংসতার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার অঙ্গীকার নিলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটির ৮৮ জন জঙ্গি। মঙ্গলবার ত্রিপুরার ধলাই জেলার আমবাসা মহকুমার চন্দ্রাইপাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ওই ৮৮ জন জঙ্গি অস্ত্র ও পরিবার-সহ আত্মসমর্পণ করেন। এতে আশা করা হচ্ছে, এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর আর কোনও অস্তিত্ব রইল না।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব তাঁদের স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আত্মসমর্পনকারী জঙ্গি কাজল দেববর্মার কথায়, সরকারের প্রতি অগাধ আস্থা রেখেই স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কাজলের আশা এর ফলে তাঁদের আর্থ-সামাজিক উন্নতি হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news