তিন তালাক বিলের প্রশংসা ভেঙ্কাইয়া নায়ডুর

< 1 - মিনিট |

মুসলিম মহিলা (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) বিল- ২০১৯ সমাজ সংস্কারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ

কে আর সি টাইমস ডেস্ক

তিন তালাক বিলের সমর্থনে এবার নিজের মত প্রকাশ করলেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এই বিলের প্রশংসা করে তিনি বলেন, এর ফলে লিঙ্গ বৈষম্য দূর হয়ে মহিলাদের অধিকার সুরক্ষিত হবে।

বৃহস্পতিবার নয়া দিল্লির জানকি দেবী মেমোরিয়াল কলেজের হীরক জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দেশের আইনী ইতিহাসে এটি ঐতিহাসিক মুহূর্ত। মুসলিম মহিলা (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) বিল- ২০১৯ সমাজ সংস্কারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মুসলিম মহিলাদের সঠিক বিচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে ও তাঁদের এগিয়ে যেতে সাহায্য করবে।” পাশাপাশি নাইডু বলেন এই বিলটি দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সাম্যবাদের গভীরতাকেই গর্বিত করেছে।       

উপরাষ্ট্রপতি তাঁর বক্তব্যে মহিলাদের সক্ষমতা ও ক্ষমতায়নের বিষয়টিতে জোর দিয়ে বলেন, এগুলো না হলে অর্থনৈতিক ও দেশের সার্বিক উন্নযন সম্ভব নয়। কারণ তিনি দেখেছেন, মহিলাদের শিক্ষা দ্রারিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। নায়ডু বলেন, শিক্ষা মহিলাদের সামনে খুলে দেয় উপার্জনের রাস্তা, মহিলাদের জ্ঞানের পরিধি ও সচেতনতা বৃদ্ধি সমাজে সবসময় ইতিবাচক ভূমিকা নিয়ে থাকে। পাশাপাশি তাঁর অভিমত, ভারতের মতো দেশ মহিলাদের শিক্ষা ও ক্ষমতায়নকে কখনওই অস্বীকার করতে পারে না। বিশেষত যখন এই দেশ পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ও গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছে।  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news