পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করবে না কেন্দ্র : গড়করি

< 1 - মিনিট |

রাজধানী দিল্লির সোসাইটি অফ ইণ্ডিয়ান অটোমোবাইল মেনুফেকচার আয়োজিত বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়করি জানিয়েছেন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ মন্ত্রকের কাছে এসেছিল

কে আর সি টাইমস ডেস্ক

পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করার কোনও ইচ্ছা কেন্দ্রের নেই। বৃহস্পতিবার এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আশ্বস্ত করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করি।


এদিন রাজধানী দিল্লির সোসাইটি অফ ইণ্ডিয়ান অটোমোবাইল মেনুফেকচার আয়োজিত বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়করি জানিয়েছেন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ মন্ত্রকের কাছে এসেছিল। কিন্তু পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করার কোনও ইচ্ছা প্রশাসনের নেই। কেন্দ্র এমন কোনও কাজ করবে না। নীতিন গড়করির এই ঘোষণার ফলে বড় স্বস্তি পেল দেশের অটোমবিল সেক্টর।


এদিন নীতিন গড়করি জানিয়েছেন যে বায়ু দূষণ একটি বড় সমস্যা হয়ে উঠেছে। লোকেরা পরামর্শ দিয়েছে যে পেট্রোল-ডিজেল যান চলাচল বন্ধ করা উচিত তবে সরকারের তেমন কোন উদ্দেশ্য নেই। কিন্তু গাড়ি নির্মাতাদের কাছে বায়ু দূষণ কমানোর প্রযুক্তি বিকাশের জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।


নীতিন গড়করি আরও বলেন, দিল্লির মাত্রাতিরিক্ত দূষণের ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। গোটা বিশ্বও এর সমালোচনা করছে। দিল্লির দূষণ রোধে পঞ্চাশ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২৯ শতাংশ পর্যন্ত দিল্লির দূষণ রোধ করা হয়েছে। বৈদ্যুতিক যানবাহনের উপর জিএসটির হার কমানো হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।


গাড়ি শিল্পে ভারতকে এক নম্বরে নিয়ে যাওয়ার আহ্বান করে নীতিন গড়করি জানিয়েছেন, গাড়ি উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের এক নম্বর স্থান দখল করতে সক্ষম ভারত। সেই কারণে গাড়ির মানের উপর গুরুত্ব দেওয়া উচিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news