মুখ্যমন্ত্রী প্রেস অ্যাক্রিডেশন কমিটি, কলকাতা প্রেস ক্লাব, অর্থমন্ত্রী এবং শ্রমমন্ত্রী ও সচিবদের দিয়ে সাংবাদিকদের অর্থ সাহায্য সংক্রান্ত একটি খসড়া তৈরি করতে দিয়েছেন বলেও জানান
এ রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত যেসব সাংবাদিকের বেতন দশ হাজার টাকার কম, তাঁরা চাকরি হারালে মাসে দশ হাজার টাকা করে অর্থ সাহায্যের ঘোষনা পশ্চিমবঙ্গ সরকারের। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মচারি ফেডারেশনের সাংগঠনিক সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যারা ১০ হাজার টাকার নিচে মাইনে পায়, তাঁদের চাকরি চলে গেলে আমি চেষ্টা করছি একটা স্কিম করার যেখানে চাকরি চলে গেলে দু বছর সরকার ১০ হাজার টাকা করেও প্রোটেকশন দেবে । আমি এটা ভাবনা চিন্তা করছি’। শুধু অর্থ সাহায্যই নয়, এই সব সাংবাদিকদের মৃত্যু হলে দু লক্ষ টাকা করে পরিবারপিছু দেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।
এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারিদের সভায় উপস্থিত হয়ে মমতা ডিএ পেনশন সহ একাধিক বিষয়ে কথা বলেন । আর এরপরেই সাংবাদিকদের বিষয়টি উত্থাপন করেন তিনি । তিনি বলেন, ‘আমি সাংবাদিক বন্ধুদের একটা কথা বলি, আপনাদের তো যখন তখন চাকরি চলে যাচ্ছে। ভবিষ্যৎ বলে কিছু নেই । তাই আমি প্রেস অ্যাক্রিডেশন কমিটি, কলকাতা প্রেস ক্লাব, অর্থমন্ত্রী এবং শ্রমমন্ত্রী ও সচিবদের দিয়ে সাংবাদিকদের অর্থ সাহায্য সংক্রান্ত একটি খসড়া তৈরি করতে দিয়েছি ।