মঙ্গলবার সকালে বাজার খুলতেই ব্যাংকের শেয়ারে ধস নামতে থাকে। বেশিরভাগ রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শেয়ারই এক ধাক্কায় অনেকটা কমে যায়
শেয়ার বাজারে বড়সড় ধস নামল। মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স পড়ে যায় ৬২২ পয়েন্ট। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি প্রায় ৫০ পয়েন্ট নেমে যায়। গোটা দিন আর এই ধাক্কা সামলাতে পারেনি শেয়ার বাজার। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনসেক্স ৭২৭পয়েন্ট নেমে দাঁড়িয়ে আছে ৩৬ হাজার ৬০৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি ২০৬ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৭ পয়েন্টে।
সোমবার গণেশ চতুর্থী উপলক্ষে বন্ধ ছিল বাজার। মঙ্গলবার সকালে বাজার খুলতেই ব্যাংকের শেয়ারে ধস নামতে থাকে। বেশিরভাগ রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শেয়ারই এক ধাক্কায় অনেকটা কমে যায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম প্রায় সাড়ে ৮ শতাংশ কমে দাঁড়ায় মাত্র ৫৯ টাকা ৮০ পয়সা। কানাড়া ব্যাংকের শেয়ারের দাম কমে হয়েছে ২০৩ টাকা ৯০ পয়সা। কর্পোরেশন ব্যাংকের শেয়ারের মূল্য কমেছে প্রায় ৯.৩ শতাংশ। রেকর্ড পতন হয়েছে ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার শেয়ারেও। এদিন ইউবিআইয়ের শেয়ারের দাম ছিল ৫৪ টাকা ৯০ পয়সা। যা গত ৫২ সপ্তাহের মদ্যে সর্বনিম্ন। একমাত্র অন্ধ্র এবং সিন্ডিকেট ব্যাংক ছাড়া সমস্ত ব্যাংকের শেয়ারই এদিন ছিল নিম্নমুখী। এর সার্বিক প্রভাব বাজারে পড়েছে।