৫০১ থেকে ১ হাজার বর্গফুট জিমের জন্য কর ধার্য হবে ৩০০০ টাকা। ১ হাজার ১ বর্গফুট থেকে ২০০০ বর্গফুট জায়গার জিমের জন্য কর দিতে হবে ৪০০০ টাকা
শরীর চর্চার জন্য শহরের যত্রতত্র খোলা হচ্ছে জিম। এবার শহরের অলিতে গলিতে গড়ে ওঠা জিমগুলি থেকে কর নেওয়ার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। জিমের উপর ধার্য এই কর বিনোদন করের আওতায় নেওয়া হবে বলেই পুরসভা সূত্রে খবর।
বেশির ভাগ ক্ষেত্রেই শহরের ক্লাবগুলিতেই খোলা হত জিম। ফলে ক্লাবগুলি পুরসভাকে কর দিলেই হত। জিমগুলিকে আলাদা করে কর দেওয়ার প্রয়োজন হত না। তবে এবার সেই নিয়ম পরিবর্তন করতে চায় কলকাতা পুরদফতর।
এক পুর আধিকারিক জানান, “আগে ক্লাবের লাগোয়া অংশেই জিম থাকতো বলে আলাদা করে কর নেওয়া হতনা।কিন্তু এখন ব্যাঙের ছাতার মত জিম গড়ে উঠেছে। এমনকি তাদের ব্যবসায়িক স্বার্থেই ব্যবহার করা হচ্ছে। এমনকি জিমের মালিকদের এর জন্য আলাদা করে ট্রেড লাইসেন্সও দেওয়া হচ্ছে। তাই এবার থেকে জিমগুলির উপর বিনোদন কর বসানো হবে।”
ওই আধিকারিক জানান, নন-এসি জিমের ক্ষেত্রে ৫০০ বর্গফুট জিমের জন্য কর ধার্য হবে ২০০০ টাকা। ৫০১ থেকে ১ হাজার বর্গফুট জিমের জন্য কর ধার্য হবে ৩০০০ টাকা। ১ হাজার ১ বর্গফুট থেকে ২০০০ বর্গফুট জায়গার জিমের জন্য কর দিতে হবে ৪০০০ টাকা। ২০০০ বর্গফুটের বেশি জায়াগার জিমের জন্য কর ধার্য করা হবে ৫০০০ টাকা। তবে এসি জিমের ক্ষেত্রে ওই একই বর্গফুট জায়গার জন্য সব করই দ্বিগুন হারে দিতে হবে।
পুরসভা সূত্রে খবর, আসন্ন মাসিক অধিবেশনে এই প্রস্তাব পাশ হবে। পুরপ্রতিনিধিরা সম্মতি জানালেই কার্যকরী হবে এই নিয়ম।