ভারী বৃষ্টির জেরে আবহাওয়া খারাপ থাকায় সোমবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে দু’টি বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়েছে
বৃষ্টিস্নাত আর্দ্র আবহাওয়ায় মঙ্গলবার সকালে ঘুম ভাঙল দিল্লিবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই সোমবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিল্লির অধিকাংশ অঞ্চলে। এরপর মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে ভারী বৃষ্টির প্রভাব অনেকটাই পড়েছে দিনের তাপমাত্রার ওপর। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে অনেকটাই স্বস্তিতে দিল্লিবাসী। একাধিক এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সফদরজংয়ের আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির জেরে আবহাওয়া খারাপ থাকায় সোমবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে দু’টি বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়েছে। তবে, কিছু গাড়ির ক্ষয়ক্ষতি ছাড়া এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। এদিন সকাল থেকেই দিল্লির আকাশ মেঘলা এবং আবহাওয়া আর্দ্র ছিল। আবহাওয়া দফতর সূত্রের খবর, এদিন দিল্লির বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।