ভারতকে সন্ত্রাসবাদ মোকাবিলা ও মেক ইন ইন্ডিয়াতে সবরকমভাবে সহায়তা করতে ইচ্ছুক ফরাসি প্রেসিডেন্ট
আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম রাফাল যুদ্ধবিমান পেতে চলেছে ভারত| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বার্তা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের| ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘আগামী (সেপ্টেম্বর) মাসের মধ্যেই ভারতে পৌঁছে যাবে প্রথম রাফাল এয়ারক্রাফ্ট|’ ফ্রান্সের প্রেসিডেন্টের এই ঘোষণার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘আমি ভীষণ খুশি, ৩৬টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রথমটি আগামী মাসের মধ্যেই ভারতে পৌঁছে যাবে| ফ্রান্সই প্রথম দেশ, যাঁদের সঙ্গে আমরা সিভিল নিউক্লিয়ার চুক্তি স্বাক্ষর করেছি|’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পুলওয়ামা হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন| ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করেছিলাম| সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব| মেক ইন ইন্ডিয়াতেও আমরা সহায়তা করব|’