২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে চায় কেন্দ্রীয় সরকার| এই লক্ষ্যেই সরকার এগোচ্ছে| শনিবার কেন্দ্রীয় বাজেট (২০২০-২১)-এ এই ঘোষণাই করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে চায় কেন্দ্রীয় সরকার| এই লক্ষ্যেই সরকার এগোচ্ছে| শনিবার কেন্দ্রীয় বাজেট (২০২০-২১)-এ এই ঘোষণাই করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সাগরমিত্র’ নামে একটি প্রকল্পের মাধ্যমে মত্স্যচাষে গ্রামের যুবকদের যুক্ত করা হবে| কৃষিপণ্য মজুতে আরও হিমঘর তৈরি করা হবে| উত্তর-পূর্বে চালু হবে কিষাণ-রেল| অনলাইনে কৃষিপণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে|
শনিবার বেলা এগারোটা নাগাদ ২০২০-২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| প্রথমেই প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানান নির্মলা| এরপর অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, আর্থিক বৃদ্ধিতে সর্বাধিক জোর দিয়েছে সরকার| মহিলারা যাতে নিজেদের অধিকার বুঝে নিতে পারেন, সেটাই সরকারের মূল লক্ষ্য| গরিবের হাতে যাতে সরাসরি টাকা পৌঁছয়, সেই উদ্যোগ নিয়েছে কেন্দ্র| ২৭ কোটি মানুষকে দরিদ্রসীমার উপরে আনা গিয়েছে বলে দাবি নির্মলার| আর্থিক মন্দা সম্পর্কে অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে| আমরা বাইরের ঝড় সামলে উঠেছি| এ দেশে ২৮ হাজার ৪০০ কোটি ডলবারের বিনিয়োগ হয়েছে| ১২টি রোগ নিমূল করতে ‘মিশন ইন্দ্রধনুষ’ সংসদে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী| ১২২টি জেলায় নতুন হাসপাতাল তৈরি করা হবে| নির্মলা আরও জানিয়েছেন, শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য শীঘ্রই নতুন শিক্ষানীতি তৈরি করা হবে| চাররিভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হবে| স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে শিক্ষা-ঋণ বাড়ানোর অনুরোধ করা হয়েছে বাজেটে|