২০ সালের মার্চেই আগরতলা থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে

< 1 - মিনিট |

মার্চ ২০২০ সাল থেকে নিয়মিতভাবে আগরতলা বিমানবন্দর থেকে এই সকল আন্তর্জাতিক রুটে বিমান চলবে। পাশাপাশি কলকাতা ও গুয়াহাটি বিমানবন্দর থেকে যে সকল উড়ান আন্তর্জাতিক রুটে যাতায়াত করে এর কিছু কিছু উড়ান আগরতলা বিমানবন্দরেও ওঠা-নামা করবে।

কে আর সি টাইমস ডেস্ক

২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা বিমানবন্দরের নবনির্মিত অত্যাধুনিক টার্মিনাল ভবন যাত্রীদের সুবিধার্থে চালু করার লক্ষ্য মাত্রা নিয়ে এখন কাজ চলছে। ডিসেম্বর মাসে নতুন টার্মিনাল ভবন চালুর পাশাপাশি এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হবে।
ভারত সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী হরিদীপ সিং পুরি তাঁকে এই আশ্বাস দিয়েছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন ত্রিপুরার পশ্চিম আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। সেই সঙ্গে হরিদীপ সিং পুরি তাকে নাকি জানিয়েছেন, প্রাথমিকভাবে আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি (২০২০) পর্যন্ত আগরতলা থেকে ঢাকা, কুয়ালালামপুর, ব্যাংকক ইত্যাদি বিমানবন্দরের মধ্যে পরীক্ষামূলকভাবে সরাসরি বিমান পরিষেবা চালু হবে এবং মার্চ ২০২০ সাল থেকে নিয়মিতভাবে আগরতলা বিমানবন্দর থেকে এই সকল আন্তর্জাতিক রুটে বিমান চলবে। পাশাপাশি কলকাতা ও গুয়াহাটি বিমানবন্দর থেকে যে সকল উড়ান আন্তর্জাতিক রুটে যাতায়াত করে এর কিছু কিছু উড়ান আগরতলা বিমানবন্দরেও ওঠা-নামা করবে। এর ফলে কলকাতা, গুয়াহাটি ও আগরতলার মধ্যে আন্তর্দেশীয় রুটেও উড়ানের সংখ্যা বাড়বে।

প্রতিমা জানান, এখানেই শেষ নয়, এ-বছরের সেপ্টেম্বর মাসে কলকাতা-আগরতলা রুটে আরও একটি নতুন উড়ান পরিষেবা চালু করা যায় কিনা সে সম্পর্কে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে বলেও ভারত সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরিদীপ সিং পুরি তাঁকে জানিয়েছেন।

আগামীদিনে আকাশপথে ত্রিপুরাবাসীর সঙ্গে দেশবিদেশের যোগাযোগের রাস্তা আরও প্রসারিত হবে তা খুব সহজেই বোঝা যাচ্ছে। ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে স্বাধীন ত্রিপুরার শেষ রাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের নামে নামকরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news