মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

< 1 - মিনিট |

মেঘালয়ে বদলি নিয়ে টানাপোড়েন-ক্ষোভ!

কে আর সি টাইমস ডেস্ক

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন গত ৬ সেপ্টেম্বর, ১৫ দিনের মাথায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয়া তাহিলরামানির ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার আইন এবং বিচারব্যবস্থা মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি মারফত এমনই জানানো হয়েছে।

উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ের হাইকোর্টে বদলি নিয়ে টানাপোড়েনের জেরেই মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন ওই মহিলা বিচারপতি। কিছু দিন আগেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি তাহিলরামানিকে মাদ্রাজ হাইকোর্ট থেকে মেঘালয় হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছিল।

সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কলেজিয়ামকে অনুরোধ জানান তিনি। গত ৩ সেপ্টেম্বর কলেজিয়াম সেই আর্জি খারিজ করে দেয়। এরপর গত ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফাপত্র পাঠান তাহিলরামানি। ইস্তফাপত্র পাঠানোর ১৫ দিনের মাথায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয়া তাহিলরামানির ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

উল্লেখ্য, ২০০১ সালের জুন মাসে বম্বে হাইকোর্টের বিচারপতি হন তাহিলরামানি। ২০১৮ সালের আগস্ট মাসে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। কার্যকালের মেয়াদ (২০২০ সালের ৩ অক্টোবর) শেষ হওয়ার অনেক আগেই, শুধুমাত্র মেঘালয়ে বদলির কারণে ইস্তফা দিয়েছেন বিচারপতি তাহিলরামানি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news