চাঁদের মাটিতে বিক্রমের পরাক্রম প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী

2 - মিনিট |

ইসরো জানিয়েছে, শনিবার ভোররাতে সারা দেশের প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ২-এর অবতরণ পর্যবেক্ষণ করবেন। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ইসরোর অনলাইন স্পেস কুইজ প্রতিযোগিতায় শীর্ষ স্থানাধিকারী দুই শিক্ষার্থীকে চন্দ্রযান ২-এর ‘বিক্রম’ ল্যান্ডারের চাঁদে অবতরণ প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে স্পেস এজেন্সি

কে আর সি টাইমস ডেস্ক

১৩০ কোটি ভারতীয় যে মুহুর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন, সেই সময় এবার উপস্থিত হয়েছে! আর মাত্র কয়েক ঘন্টা পর চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ২-এর চূড়ান্ত অবতরণ হবে। ভারত সহ গোটা বিশ্ব আবারও আমাদের মহাকাশ বিজ্ঞানীদের গৌরবময় ক্ষমতা দেখতে পাবে।

প্রায় দেড় মাসের যাত্রা শেষে চাঁদের মাটিতে বিক্রমের স্নিগ্ধ অবতরণ প্রত্যক্ষ করার প্রাক্কালে টুইট করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দীর্ঘ পথ সফল ভাবে পাড়ি দেওয়ার পর এ বার চূড়ান্ত পর্যায়ে চাঁদের মাটিতে নামার প্রস্তুতি শুরু করে দিল চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার। পূর্ব পরিকল্পনা মতোই ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে রোভার-সহ অবতরণ করবে বিক্রম ল্যান্ডার। আর বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টার থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

কর্ণাটক সরকারের তরফে এদিন একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ সেপ্টেম্বর, শুক্রবার বেঙ্গালুরু পৌঁছে যাবেন এবং পীনয়ার কাছে ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক (আইএসটিআরএসি) থেকে ৭ সেপ্টেম্বর ভোরে চন্দ্রযান ২-এর চূড়ান্ত অবতরণ প্রত্যক্ষ করবেন এবং একই দিনে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হবেন।” ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর, শনিবার ভোররাত ১.৩০ থেকে ২.৩০ মিনিটের মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে বিক্রম ল্যান্ডার। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করার তিন ঘন্টার মধ্যেই বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’।

ইসরো জানিয়েছে, শনিবার ভোররাতে সারা দেশের প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ২-এর অবতরণ পর্যবেক্ষণ করবেন। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ইসরোর অনলাইন স্পেস কুইজ প্রতিযোগিতায় শীর্ষ স্থানাধিকারী দুই শিক্ষার্থীকে চন্দ্রযান ২-এর ‘বিক্রম’ ল্যান্ডারের চাঁদে অবতরণ প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে স্পেস এজেন্সি। ইসরো সূত্রের খবর, বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করার পরই, শনিবার সকাল ৫.৩০ থেকে ৬.৩০ মিনিটের মধ্যে ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’।

ইসরো-র মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, ৭ সেপ্টেম্বর ভোররাতে মসৃণ ভাবে প্রায় পালকের মতো গিয়ে চাঁদের মাটিতে বসে পড়বে ল্যান্ডার। এই প্রক্রিয়া ১৫ মিনিটের। আর এই ১৫ মিনিটই কার্যত অগ্নিপরীক্ষা। ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করার পর রোভারটি আলাদা হয়ে যাবে। এই রোভারটি ৬ চাকার একটি যন্ত্রযান, যা চাঁদের দক্ষিণ গোলার্ধের মাটিতে ঘুরে বেড়াবে। চাঁদের এক দিন অর্থাৎ পৃথিবীর ১৪ দিন ধরে চাঁদের মাটিতে ঘুরবে এই রোভার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news