বিজেপি ১১ ফেব্রুয়ারি, ভোটের ফলাফলের অপেক্ষাতেই রয়েছে
দিল্লিতে ফের কী হ্যাটট্রিকের পথে অরবিন্দ কেজরিওয়াল, নাকি রাজধানীতে এবার ফুটবে পদ্মফুল? যাবতীয় প্রশ্নের উত্তর জানা যাবে ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার। গত শনিবার, ৮ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ হয়েছে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফলেই ইঙ্গিত, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও, বুথ ফেরত সমীক্ষাকে পাত্তা দিতে নারাজ বিজেপি। বিজেপি ১১ ফেব্রুয়ারি, ভোটের ফলাফলের অপেক্ষাতেই রয়েছে।
প্রথম বার ২০১৩ সালে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে, দিল্লিতে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি। সেবার ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি জিতেছিল ৬৭টি আসনে| বাকি তিনটি পেয়েছিল বিজেপি| কংগ্রেস কোনও আসনে জেতেনি| ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে কী হয়, আপাতত সেই অপেক্ষায় রাজধানী। দিল্লির দিকেই নজর গোটা দেশবাসীর।