পুলওয়ামায় ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, এনকাউন্টারে খতম দুই সন্ত্রাসবাদী

< 1 - মিনিট |

২৪ ঘন্টারও কম সময়ের অভিযানে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দু’জন সন্ত্রাসবাদীকে নিরস্ত্র করল সুরক্ষা বাহিনী

কে আর সি টাইমস ডেস্ক

কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল, ২৪ ঘন্টারও কম সময়ের অভিযানে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দু’জন সন্ত্রাসবাদীকে নিরস্ত্র করল সুরক্ষা বাহিনী। নিহত সন্ত্রাসবাদীদের নাম হল-ইরফান নাইরা এবং ইরফান রাথের। দু’জন সন্ত্রাসবাদীই হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল বলে মনে করা হচ্ছে। 

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ারা জেলার তাচওয়াড়া গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকেই তাচওয়াড়া গ্রামে তল্লাশি অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। সুরক্ষা বাহিনী পাল্টা গুলি চালালে সোমবার রাতেই খতম হয় একজন সন্ত্রাসবাদী। পরে মঙ্গলবার সকালে আরও একজন জঙ্গিকে নিরস্ত্র করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।  এনকাউন্টারে খতম দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর নাম হল-ইরফান নাইরা এবং ইরফান রাথের। সূত্রের খবর, রিয়াজ নাইকুর ঘনিষ্ঠ সহযোগী ছিল ইরফান নাইরা, ২০১৬ সাল থেকে সক্রিয় ছিল ইরফান নাইরা। অপর হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী ইরফান রাথের ২০১৭ সাল থেকে সক্রিয় ছিল। সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশের পেট্রোল পার্টিতে হামলার ঘটনায় জড়িত ছিল এই দু’জন সন্ত্রাসবাদী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news