রাজ্যজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ
রাজ্যজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। এবার অপেক্ষা জাঁকিয়ে শীতের। বৃহস্পতিবার শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়| তবে, পারদ-পতনের সঙ্গে শীতের আমেজ বাড়লেও এখনই পাকাপাকিভাবে জাঁকিয়ে শীত পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪০ থেকে ৯৬ শতাংশ। পারদ নামতেই শীতের আমেজ ছড়িয়ে পড়ে শহরে। কলকাতার তুলনায় শীতের আমেজ একটু বেশিই ছিল গ্রাম বাংলায়। রাজ্যের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা শীতের অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট। আশা করা হচ্ছে, আগামী দু’-একদিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। মেঘমুক্ত ও রোদ ঝলমলে আকাশ থাকায় তাপমাত্রা দ্রুত নামছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে এখনও খুব বেশি ঠাণ্ডা না পরলেও, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ক্রমশ নামতে শুরু করেছে।