দোকানের ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন
মধ্যরাতে আগুন-আতঙ্ক তিলোত্তমার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটে। বুধবার মধ্যরাতে ৪৮ নম্বর পার্কস্ট্রিটে অবস্থিত একটি বস্ত্র বিপণিতে আগুন লাগে। রাত একটা নাগাদ আবাসনের নিচে অবস্থিত ওই বস্ত্র বিপণিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট সাতটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রমের পর আয়ত্তে এসেছে আগুন। তবে, কুলিং প্রসেস চলতে থাকে বৃহস্পতিবার সকালেও। কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও দমকল সূত্রের খবর, মধ্যরাত তখন একটা হবে, ৪৮ নম্বর পার্কস্ট্রিটে অবস্থিত একটি বস্ত্র বিপণিতে আগুন লাগে। দোকানের ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তাই আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভাতে আসে, কিন্তু আগুন আরও বাড়তে থাকায় পরে আরও পাঁচটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এনেছে আগুন। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান,শীততাপ মেশিনে শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।