এই বাজেট আয় ও দেশে বিনিয়োগ বাড়িয়ে দেবে : প্রধানমন্ত্রী

2 - মিনিট |

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,অর্থনীতির বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর পেশ করা বাজেট জনগণের আয় এবং দেশে বিনিয়োগ বাড়িয়ে তুলবে

কে আর সি টাইমস ডেস্ক

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,অর্থনীতির বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর পেশ করা বাজেট জনগণের আয় এবং দেশে বিনিয়োগ বাড়িয়ে তুলবে। এছাড়াও, দেশে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যবহার বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে নতুন উত্সাহ তৈরি হবে।

শনিবার এই দশকের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর বাজেট বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণে কার্যত বাজেটেরই ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সংসদে পেশ করা বাজেটকে এই শতাব্দীর দ্বিতীয় দশকের প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বলে বর্ণনা করেন নরেন্দ্র মোদী | এদিন বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে ত্বরান্বিত করার যে নতুন সংস্কার ঘোষণা করা হয়েছে তা এই দশকে অর্থনীতির ভিত্তি জোরদার করবে। তিনি স্পষ্ট দৃষ্টির বাজেট পেশ করের জন্য সীতারমণকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি সকল স্তরের মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কম হস্তক্ষেপে বৃহত্তর সুশাসনের প্রতি আমাদের সরকারের প্রতিশ্রুতি জোরদার করবে।
কৃষিক্ষেত্রে যে ১৬ পয়েন্টের অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাজেটের লক্ষ্য হল ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা। কৃষিতে ঋণ দেওয়া হবে ১৫ লক্ষ কোটি টাকা। নাবার্ড যে প্রকল্পগুলি চালু করেছে, তাতে আরও অর্থ বরাদ্দ করা হবে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের স্বাস্থ্য খাতে নতুন দিশা দিয়েছে। এই ক্ষেত্রে, মানব সম্পদ – চিকিত্সক, নার্স পাশাপাশি চিকিত্সা সরঞ্জামের উত্পাদন ক্ষেত্রও বৃদ্ধি পেয়েছে।
তাঁর মতে আধুনিক ভারত গড়ে তোলার রূপরেখা রয়েছে বাজেটে। আধুনিক ভারত গড়ে তুলবে যুবকরা। তাই তাদের শিক্ষায় ও দক্ষতা বৃদ্ধিতে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাজেটে গৃহীত ব্যবস্থাগুলির বিশদে উল্লেখ করে মোদী বলেন, এই বাজেটে আমরা প্রযুক্তির ক্ষেত্রে কর্মসংস্থানকে উজ্জীবিত করতে বেশ কয়েকটি বিশেষ প্রচেষ্টা করেছি।সরকারি চাকরির জন্য একটিই পরীক্ষার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তাতে যুবক-যুবতীদের হয়রানি কমবে। তাঁর কথায়, যুবকদের জন্য নতুন নতুন ডিগ্রি কোর্স চালু হচ্ছে। যাঁরা চাকরির জন্য বিদেশে যেতে চান, তাঁদের জন্য শুরু হবে ব্রিজ কোর্স। মোদী বলেন, এই বাজেট দেশের বর্তমান চাহিদার পাশাপাশি এই দশকে ভবিষ্যতের প্রত্যাশা পূরণ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news