কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, কেন্দ্রীয় সরকারের ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’ সারা দেশেই চালু হবে
১০০ টি ইলেকট্রিস বাস পেতে চলেছে কলকাতা | ইতিমধ্যেই হয়েগিয়েছি এই প্রস্তাবের অনুমোদন | বৃহস্পতিবার এই ঘোষণা করেন হেভি ইন্ডাস্ট্রিজ আয়্যান্ড পাবলিক ইন্টারপ্রাইসেস ও কেন্দ্রের সাংসদীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল | এদিন রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি | যদিও বাসগুল কবে কলকাতায় এসে পৌঁছবে সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি |
এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সারা দেশের মধ্যে মোট ৬৪ টি শহরে ৫৫৯৫ টি ইলেকট্রিক বাস দেওয়া হবে । তার মধ্যে কলকাতাকে দেওয়া হবে ১০০ টি ইলেকট্রিক বাস । এছাড়াও তিনি ঘোষণা করেন, রাজ্য যদি ইলেকট্রিক চার্জার চায় তাহলে সেই রুটে পরিকাঠামো গড়ে দেবে কেন্দ্র ।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, কেন্দ্রীয় সরকারের ‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’ সারা দেশেই চালু হবে । তিনি জানান, সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে । তখন সেই স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূল-কংগ্রেসের লোকেরাও ছিলেন । সবার সঙ্গেই আলোচনা করে এই বিষয়ে প্রস্তাব আনা হয়েছে | তাই বিষয়টি নিয়ে অবগত আছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই মুখ্যমন্ত্রী এবিষয়ে বিরোধিতা করবেন না বলেই এদিন আশা প্রকাশ করেন মন্ত্রী |