দূষণ কমাতে শহরে বসবে ঝরনা

< 1 - মিনিট |

দূষণের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে শহরে লাগানো হবে দেবদারু, ফল ও নিম গাছ

কে আর সি টাইমস ডেস্ক

দূষণ কমাতে শহরে বসবে ঝরনা| সোমবার মোহরকুঞ্জে বৃক্ষ রোপন দিবস পালন করতে গিয়ে এমনটাই জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম|| পরিবেশে  দূষণের মাত্রা বেড়ে চলেছে অহরহ| তাই দূষণের পরিমাণকে কমাতে বদ্ধপরিকর আমাদের সমাজ| সেই নিয়েই আজ মোহরকুঞ্জে বৃক্ষ রোপন দিবস পালন করলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম| এদিন তিনি নিজেও এই অনুষ্ঠানে বৃক্ষ রোপন করেন|

এদিনের অনুষ্ঠানে মেয়র জানান, “দূষণের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে এই ধরনের বৃক্ষ রোপন অনুষ্ঠান করা হচ্ছে| দেবদারু, ফল ও নিম গাছ লাগানো হবে| বিশেষ করে নিম গাছ লাগানো হবে|” পাশাপাশি শহরের যেখানে যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে ঝরনা লাগানো হবে বলেও জানান মেয়র| তিনি জানান, “এতে বাতাসের কার্বন কণা ওই ঝরনার জলের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যাবে| এতে বাতাসে দূষণের পরিমান অনেকটা কমবে|”

অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার ‘বন মহোৎসব’ নামে এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। এই উপলক্ষ্যে গোটা রাজ্যের প্রতিটি জেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন সরকারি,বেসরকারি সংগঠন, বিদ্যালয়, মহাবিদ্যালয় বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *