রোজভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ তাই আজ ত্রিপুরা সরকারের কাছে ভবনটি হস্তান্তরিত হয়েছে৷ বহুতল ভবনটি নগরোন্নয়ন দফতর ব্যবহার করবে
ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে চিটফান্ড সংস্থা রোজভ্যালির আগরতলায় অবস্থিত বহুতল ভবনটি আজ রাজ্য সরকারের কাছে হস্তান্তর হয়েছে ৷ ত্রিপুরা থেকে প্রচুর আমানতকারির অর্থ আত্মসাৎ করে পালিয়েছে রোজভ্যালি ৷ ওই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলার সিবিআই তদন্ত চলছে ৷ রোজভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ তাই আজ ত্রিপুরা সরকারের কাছে ভবনটি হস্তান্তরিত হয়েছে৷ বহুতল ভবনটি নগরোন্নয়ন দফতর ব্যবহার করবে ৷ এতে নগরোন্নয়ন দফতরের তিনটি শাখা অফিস স্থানান্তরিত হবে ৷
এ-বিষয়ে আজ নগরোন্নয়ন দফতরের অধিকর্তা মিলিন্দ রামটেকে জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট রোজভ্যালির ওই বহুতল ভবনটি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল ৷ তাই আজ, মঙ্গলবার ওই বহুতল ভবনটি পর্যবেক্ষণ করা হয়েছে৷ তাঁর কথায়, ভবনটিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ খালি পড়ে থাকায় প্রচুর জিনিসপত্রও চুরি হয়েছে ৷ বিশেষ করে সেন্ট্রাল এসি-র বহু মূল্যবান যন্ত্র চুরি হয়ে গেছে ৷ ফলে, এখন সমস্ত কিছুর রিপোর্ট তৈরি করা হবে ৷ তিনি জানান, আজ ভবনটি পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ, সাথে সংস্কারে কত টাকার প্রয়োজন তার একটি রিপোর্ট তৈরি করা হবে ৷ ওই রিপোর্ট নগরোন্নয়ন দফতরে জমা দেওয়া হবে ৷ সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷
তাঁর কথায়, এতদিন বহুতল ভবনটি সদর মহকুমাশাসকের অধীনে ছিল ৷ আজ ভবনটি ত্রিপুরা সরকারের নগরোন্নয়ন দফতরকে হস্তান্তর করা হয়েছে ৷ তিনি জানান, বহুতল ভবনে নগরোন্নয়ন দফতরের তিনটি শাখা অফিস স্থানান্তরিত হবে ৷ এই অফিসগুলি নগরোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ারিং শাখা, আরইআরএ এবং ত্রিপুরা আরবান প্ল্যানিং শাখা ৷
মিলিন্দ রামটেকে জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারকে আজ থেকেই ওই ভবনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বলা হয়েছে ৷ এদিকে, সদর মহকুমাশাসক জানান, আজ ওই বহুতল ভবনটি নগরোন্নয়ন দফতরকে হস্তান্তর করা হয়েছে ৷ তার আগে পুরো ভবন পর্যবেক্ষণের ভিডিওগ্রাফি করে রাখা হবে ৷ তিনি জানান, রোজভ্যালির সম্পত্তি একইভাবে থাকবে ৷ শুধু এখন থেকে নগরোন্নয়ন দফতর ওই ভবনটি ব্যবহার করবে ৷
মিলিন্দ রামটেকে জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারকে আজ থেকেই ওই ভবনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বলা হয়েছে ৷
এদিকে, সদর মহকুমাশাসক জানান, আজ ওই বহুতল ভবনটি নগরোন্নয়ন দফতরকে হস্তান্তর করা হয়েছে ৷ তার আগে পুরো ভবন পর্যবেক্ষণের ভিডিওগ্রাফি করে রাখা হবে ৷ তিনি জানান, রোজভ্যালির সম্পত্তি একইভাবে থাকবে ৷ শুধু এখন থেকে নগরোন্নয়ন দফতর ওই ভবনটি ব্যবহার করবে ৷