শারদোৎসব উপলক্ষ্যে ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দফতর
পেঁয়াজের ঝাঁজে চোখে জল ত্রিপুরাবাসীর। প্রতিদিনই বেড়ে চলেছে পেঁয়াজের মূল্য। তাই এই মূল্যবৃদ্ধির বাজারে গণবণ্টন ব্যবস্থায় অন্তত এক মাস পেঁয়াজ সরবরাহের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। সোমবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন খাদ্য ও জনসম্ভরণ মন্ত্রী মনোজকান্তি দেব। তাঁর কথায়, শারোদৎসবের প্রাক্কালে ত্রিপুরাবাসীকে পেঁয়াজের ঝাঁজ থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে রাজ্য সরকার।
তিনি বলেন, শারদোৎসব উপলক্ষ্যে ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দফতর৷ এ-বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, শারদোৎসবকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনওভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় সে বিষয়ে সরকারের নজর রয়েছে৷ বিশেষ করে পেঁয়াজের মূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্যও ব্যবস্থা গ্রহণ করছে সরকার৷
তাঁর কথায়, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পটেটো অ্যান্ড ওনিয়ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং গ্রোসারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে৷ পেঁয়াজের মূল্য সর্ম্পকে মন্ত্রী দেব বলেন, উৎপাদনস্থলেই পেঁয়াজ চড়া দামে বিক্রি হচ্ছে৷ এর ফলে আমাদের রাজ্যেও পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে৷ তবে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে মূল্য স্বাভাবিক রয়েছে, দাবি করেন তিনি৷
মনোদ দেব বলেন, পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখার জন্য অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানানো হয়েছে। যাতে ক্রেতাদের সমস্যা না হয়৷ তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে কিছুদিনের জন্য পেঁয়াজ সরবরাহ করার বিষয়টিও সরকার চিন্তাভাবনা করছে৷ এর জন্য কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সাথে কথা হয়েছে৷ দফতর এ-বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, দাবি করেন তিনি৷
খাদ্যমন্ত্রী আরও জানান, পেট্রোপণ্য ও এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে দফতর উদ্যোগ নিয়েছে৷ এজন্য পেট্রোপণ্য ডিলার্স অ্যাসোসিয়েশন এবং এলপিজি ডিলার্স অ্যাসোসিয়েশনের সাথেও বৈঠক করা হয়েছে৷ এক্ষেত্রে শারোদৎসবের দিনগুলিতে পেট্রোপণ্যের যাতে কোনও ঘাটতি না হয় তার জন্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে অনুরোধ করা হয়েছে, বলেন তিনি৷ আসন্ন শারোদৎসবে মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে বলে মন্ত্রী মনোজ দেব আশা ব্যক্ত করেছেন।