দিল্লির রাজপথে ট্র্যাফিক আইন লংঘনে ২,০০,৫০০ টাকা জরিমানা ট্রাক চালক ও মালিকের

< 1 - মিনিট |

১ সেপ্টেম্বর থেকে সংশোধিত মোটর ভেহিক্‌ল আইন কার্যকর হয়েছে। সেখানে রাখা হয়েছে আইন লঙ্ঘন করলে মোটা জরিমানার ব্যবস্থা

কে আর সি টাইমস ডেস্ক

ট্র্যাফিক আইন ভাঙলে মিলবে না রেহাই, গুনতে হবে মোটা অঙ্কের টাকা। রাজধানী দিল্লিতে ভালোভাবেই তা টের পেয়ে গেলেন ট্রাকের চালক ও মালিক। ট্রাক ওভার লোডিং, ট্র্যাফিক আইন লংঘন-সহ একাধিক নিয়ম ভাঙার দায়ে দিল্লিতে ২,০০,৫০০ টাকা জরিমানা করা হল ট্রাকের চালক ও মালিককে। ওভার লোডিংয়ের জন্য ট্রাকের চালকের নামে ৫৬,০০০ টাকা এবং ট্র্যাফিক আইন লংঘনের জন্য ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার দিল্লির মুকার্বা চকের কাছে ট্রাক চালকের নামে বিপুল অঙ্কের টাকা জরিমানা করা হয়। এছাড়াও একাধিক আইন লংঘনের দায়ে ট্রাকের মালিককে ৭৪,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে ট্রাকের চালক এবং মালিককে ২,০০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাকের মালিক বৃহস্পতিবার রাতের মধ্যেই জরিমানার টাকা জমাও দিয়েছেন। প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর থেকে সংশোধিত মোটর ভেহিক্‌ল আইন কার্যকর হয়েছে। সেখানে রাখা হয়েছে আইন লঙ্ঘন করলে মোটা জরিমানার ব্যবস্থা। যা নিয়ে আপত্তির সুর চড়তে শুরু করেছে বিভিন্ন মহলে। দেশের বিভিন্ন রাজ্যে সংশোধিত মোটর ভেহিক্‌ল আইন কার্যকর হওয়া নিয়েও সংশয় রয়েছে। নয়া মোটর ভেহিক্‌ল আইনটি জারি হওয়ার পর থেকেই ধরপাকড় চলছে জোরকদমে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news