ফের ইমরান ও মোদি মধ্যস্থতায় সরব মার্কিন প্রেসিডেন্ট

< 1 - মিনিট |

‘যদি আমার পক্ষে সম্ভব হয়…অথবা তাঁরা আমার প্রয়োজন অনুভব করেন আমি অবশ্যই মধ্যস্থতা করব’: ট্রাম্প

কে আর সি টাইমস ডেস্ক

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা নিয়ে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট জানালেন, নরেন্দ্র মোদি এবং ইমরান খান, উভয়েই খুব ভালো মানুষ। মোদি -ইমরান চাইলে আমি মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছি। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনি মধ্যস্থতা করতে আগ্রহী। নরেন্দ্র মোদিই তাঁকে মধ্যস্থতা করতে অনুরোধ করেছেন। যদিও, ট্রাম্পের সেই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত।
এ প্রসঙ্গে আমেরিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই বিষয়টি সত্যিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেছি আমি। আমার মতে নরেন্দ্র মোদি এবং ইমরান খান, উভয়েই খুব ভালো মানুষ। আমার মতে, তাঁরা একসঙ্গে খুব ভালো থাকবেন।’ ট্রাম্প আরও বলেছেন, ‘যদি তাঁরা মনে করেন কারও মধ্যস্থতা (কাশ্মীর ইস্যু) করা উচিত অথবা তাঁদের সাহায্য করা উচিত…এবং পাকিস্তানের সঙ্গে আমি এ বিষয়ে কথা বলব এবং ভারতের সঙ্গেও কথা বলব। কিন্তু, লড়াই জারি রয়েছে, দীর্ঘকাল ধরে।’ কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা নিয়ে ট্রাম্প আরও বলেছেন, ‘যদি আমার পক্ষে সম্ভব হয়…অথবা তাঁরা আমার প্রয়োজন অনুভব করেন আমি অবশ্যই মধ্যস্থতা করব।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news