শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রিফকেস ছাড়াই এবারও কেন্দ্রীয় বাজেট নথি নিয়ে সংসদে আসলেন নির্মলা
রীতি ভেঙে ফের চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| ২০১৯ সালের ৫ জুলাইয়ের মতোই, শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রিফকেস ছাড়াই এবারও কেন্দ্রীয় বাজেট নথি নিয়ে সংসদে আসলেন নির্মলা| শনিবার সকালে লাল কাপড়ে ঢাকা লাল রঙের ফাইল (বই-খাতা) নিয়ে সর্বপ্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রকে যান নির্মলা সীতারমণ, সেখান থেকে তিনি যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে| এরপর সকাল ১০.১৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন নির্মলা| কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে লাল রঙের ফাইল নিয়েই সংসদে আসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| নির্মলা সীতারমণের সঙ্গেই এদিন ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ টিমের সদস্যরা|
প্রণব মুখোপাধ্যায়, পালানিয়াপ্পন চিদম্বরম, অরুণ জেটলি-অর্থমন্ত্রীদের হাতে বাজেট নথি সাধারণত ব্রিফকেসেই দেখা যেত| কিন্তু, ২০১৯ সালের ৫ জুলাই নতুন চমক দিয়ে লাল কাপড়ে ঢাকা অবস্থায় বাজেট-এর নথি নিয়ে সংসদে এসেছিলেন নির্মলা সীতারমণ| ভেঙে ফেলেন দীর্ঘ ৭২ বছরের ইতিহাস| ১ ফেব্রুয়ারি, শনিবারও অন্যথা হল না| এবারও লাল কাপড়ে ঢাকা অবস্থায় কেন্দ্রীয় বাজেট ২০২০-২১-এর নথি নিয়ে সংসদে এলেন নির্মলা সীতারমণ|