তাই লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই আপাতত চিকিৎসা চলবে নিগৃহীতার
শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি | সংজ্ঞাহীন অবস্থায় লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উন্নাও ধর্ষিতা | কিন্তু, বৃহস্পতিবার উন্নাও মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতি বেঞ্চ নির্দেশ দিয়েছিল-ধর্ষণ ও ট্রাক চাপা দিয়ে নিগৃহীতাকে সপরিবার হত্যার চেষ্টার পাঁচটি মামলাই শুক্রবার থেকে উত্তর প্রদেশের বাইরে দিল্লির তিসহাজারি আদালতে চলবে | পাশাপাশি নিগৃহীতা তরুণী ও তাঁর আইনজীবীকে দিল্লিতে নিয়ে আসার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত| কিন্তু সর্বোচ্চ আদালতে উন্নাও ধর্ষিতার পরিবারের আর্জি, ‘এখনও জ্ঞান ফেরেনি তাঁদের মেয়ের | তাই লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই আপাতত চিকিৎসা চলুক নিগৃহীতার|
উন্নাও ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা মামলায় শুক্রবার শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ‘নিগৃহীতার পরিবারকে জানানো হয়েছিল, তাঁদের মেয়েকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে| কিন্তু পরিবারের সদস্যরা বলেন, নির্যাতিত তরুণীর এখনও জ্ঞান ফেরেনি| তাই লখনউয়ের হাসপাতালেই আপাতত তাঁকে রাখা হোক| স্থিতিশীল হওয়ার পর তাঁকে যেন দিল্লি নিয়ে যাওয়া হয়|’ এরপরই শীর্ষ আদালত জানিয়েছে, ’নিগৃহীতা ও তাঁর আইনজীবীকে চিকিৎসার স্বার্থে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল| মনে করা হচ্ছে, নিগৃহীতার পরিবার এই সম্পর্কে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত বোধ করছে| এই কারণে এই বিষয়ে আগামী সোমবার পর্যন্ত নির্দেশ স্থগিত রাখা হচ্ছে|’ তবে, নিগৃহীতার কাকাকে অবিলম্বে রায়বরেলীর জেল থেকে দিল্লির তিহার জেলে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|
প্রসঙ্গত, বৃহস্পতিবারের নির্দেশের ২৪ ঘন্টার মধ্যে নিগৃহীতাকে ২৫ লক্ষ টাকা অর্ন্তবর্তী ক্ষতিপূরণ ও তাঁকে এবং তাঁর আইনজীবীকে সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট| সেই মতো উন্নাও ধর্ষিতার গ্রামে শুক্রবার সকালেই পৌঁছেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| নিগৃহীতা ও তাঁর আইনজীবীর শারীরিক অবস্থা সম্পর্কে শুক্রবার লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আহতদের শারীরিক অবস্থা সঙ্কটজক, তবে স্থিতিশীল| ওই তরুণী (উন্নাও ধর্ষিতা) এখনও ভেন্টিলেটরে রয়েছে| তবে আইনজীবীকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে