যে গাড়িগুলি উল্টোডাঙ্গা অথবা হাডকোর দিকে যাবে সেই গাড়িগুলিকে আর ডি স্ট্রিট, খালধার দিয়ে বেইলি সেতুর উপর দিয়ে নিয়ে আসা হবে হাডকো মোড়ে
সেতুর ভার ক্ষমতা যাচাই করতেই উত্তর কলকাতার ব্যস্ততম অরবিন্দ সেতু এবং হাওড়ার বঙ্কিম সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত পুর অধিকর্তার। এই কারণে চরম ভোগান্তির মুখে শহরবাসী বিশেষ করে নিত্য যাত্রীদের অবস্থা আরও সঙ্কটজনক। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই তিন দিনের জন্য এই দুই সেতুর ওপর যান চলাচল ব্যাহত। রবিবার রাত এগারোটা পর্যন্ত বন্ধ থাকবে এই দুই সেতু। এই সেতুগুলি গাড়ির ভার নিতে কতটা সক্ষম তা পরীক্ষা করা হবে এই তিন দিন।
এর ফলে এই দুই সেতু ও সেতু সংলগ্ন রাস্তা এড়িয়ে চলাই শ্রেয়। হাওড়া – তেঘরিয়া, জাপানি গেট – সল্টলেক, টিকিয়াপাড়া – সল্টলেক হাওড়ামুখী এই বাসগুলি ঘুরিয়ে দেওয়া হবে হাডকো থেকে। সিআইটি রোড, কাঁকুড়গাছি, মানিকতলা হয়ে বাসগুলিকে নিয়ে আসা হবে বিবেকানন্দ রোডে। এরপর বাসগুলির নিজ নিজ গন্তব্যে চলে যাবে। ৩০সি/১, ২১৭এ, ২১৭, কেবি-২১, ৪৬এ, ২৬০ রুটের বাসগুলিকেও হাডকো মোড় থেকে সিআইটি রোড হয়ে, ফুলবাগান ক্রসিং, রাজাবাজার হয়ে এপিসি রোডে আনা হবে।
অরবিন্দ সেতু বন্ধ থাকার কারণে এই ক’দিন এই অঞ্চলের ট্রাম চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। উল্টোডাঙ্গা থেকে যে গাড়িগুলি আসবে খান্নার দিকে সে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ছোট গাড়িগুলি নিয়ে যাওয়া হবে কবিরাজ বাগান হয়ে খান্না মোড়ে নিয়ে আসা হবে। যে গাড়িগুলি উল্টোডাঙ্গা অথবা হাডকোর দিকে যাবে সেই গাড়িগুলিকে আর ডি স্ট্রিট, খালধার দিয়ে বেইলি সেতুর উপর দিয়ে নিয়ে আসা হবে হাডকো মোড়ে।
পাশাপাশি, শোভাবাজার-উল্টোডাঙ্গা রুটের অটোগুলিকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে । এছাড়াও ২০১, এস-২১, কেবি-১৬, নিউটাউন – ডানকুনি, এসি-৩৫, ৩২এ, বাগবাজার গড়িয়া, ৯১সি-সহ যত গাড়ি অরবিন্দ সেতুর উপর দিয়ে যায় সেগুলিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, আর জি কর, পাতিপুকুর আন্ডারপাস, যশোহর রোড, ভিআইপি, লেকটাউন দিয়ে ঘোরানো হবে বাসগুলির নির্দিষ্ট রুটে।