তিনটি চটকল বাঁচাতে আর্জি বিধানসভায়

< 1 - মিনিট |

চটকলগুলি যাথে স্বাভাবিকভাবে চলে এবং দুর্গাপুজোর আগেই বকেয়া বেতন ও বোনাস শ্রমিকরা পান সেই আবেদন করেন বিধায়ক

কে আর সি টাইমস ডেস্ক

হাওড়ার তিনটি চটকলকে বাঁচাতে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করলে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। বুধবার বিধায়ক এক দৃষ্টি আকর্ষণী প্রস্তাবে অধ্যক্ষকে বলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের অধীন কানোরিয়া জুট মিল, লাডলো জুট মিল এবং প্রেমচাঁদ জুট মিলের অবস্থা খুব খারাপ। অভিযোগ মালিকপক্ষ অন্যায় ভাবে তিন হাজার শ্রমিকের মধ্যে ২,৬০০ জনকে কাজ করিয়ে বেতন দিচ্ছেন না। শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছেন। 

এই অবস্থায় রাজ্য সরকার যেন হস্তক্ষেপ করে বলে আবেদন করলেন আলি। চটকলগুলি যাথে স্বাভাবিকভাবে চলে এবং দুর্গাপুজোর আগেই বকেয়া বেতন ও বোনাস শ্রমিকরা পান সেই আবেদন করেন  বিধায়ক। তিনি বলেন কানোরিয়া জুটমিল বন্ধের মুখে।  বাকি দুটো ধুঁকছে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি কোনও সমাধান সূত্র বার হয়নি। 

এদিন বিধানসভা অধিবেশনে অপর একটি দৃষ্টি আকর্ষণী প্রস্তাবে সিপিএম-এর প্রদীপ সাহা বলেন, ভূমি নথিভূক্তিকরণ অফিসে প্রশিক্ষণপ্রাপ্ত ডিটিপি অপারেটররা মাসে ৬,৭০২ টাকা করে পাচ্ছেন। তাঁদের বেতনবৃদ্ধির আবেদন গ্রাহ্য হচ্ছে না। অর্থমন্ত্রী অমিত মিত্র অধিবেশনে বলেন, “ওঁদের বেতন মাসে ১১ হাজার টাকা করে হবে।

শীঘ্রই এর সরকারি নির্দেশিকা বার হবে।“ বিজেপি-তে যোগ দেওয়া বিধায়ক দুলাল বর বনগাঁ সুপারস্পেশালিটি হাসপাতাল এবং প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী দক্ষিণ দিনাজপুরের পশু চিকিৎসাকেন্দ্রের বেহাল অবস্থার ব্যাপারে অদ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news