শিলচর প্রেস ক্লাবের সভাপতি পদে শপথ নিলেন যুগশঙ্খের কর্ণধার বিজয়কৃষ্ণ নাথ

2 - মিনিট |

শিলচর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন যুগশঙ্খ পত্রিকাগোষ্ঠীর চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথ

কে আর সি টাইমস ডেস্ক

‘গণতন্ত্রে পঞ্চম স্তম্ভের কাজ করছে আরটিআই’

কেআরসি প্রতিবেদন: সম্প্রতি হয়ে গেল শিলচর প্রেস ক্লাবের নির্বাচন। আর সেই নির্বাচনে জয়ী পদাধিকারীরা শপথ নিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন গত রবিবার। ক্লাবের নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন যুগশঙ্খ পত্রিকাগোষ্ঠীর চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথ।তাঁকে শপথবাক্য পাঠ করান ক্লাবের নির্বাচন প্রক্রিয়ার রিটার্নিং অফিসার তথা শিলচর বার সংস্থার সভাপতি নীলাদ্রি রায়। পরেই শপথবাক্য পাঠ করেন ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।  

এদিন আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করেন নব নির্বাচিত সভাপতি-সহ প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি। সভাপতি-সম্পাদকের শপথ গ্রহণের পর একইসঙ্গে শপথবাক্য পাঠ করেন নবনির্বাচিত সহ-সভাপতি বিকাশ চক্রবর্তী, মনোতোষ ধর, রীতেন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক সুজিত ঘোষ, গৌতম তালুকদার, পাপলু দাস, সন্তোষ চন্দ, কোষাধ্যক্ষ চিন্ময় নাথ সহ কার্যকরী সদস্য দেবাশিস পুরকায়স্থ, উত্তমকুমার সি, দিলু দাস, রত্নদীপ দেব, সোনালি নাথ, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, বাপ্পী আচার্য, জ্যোতির্ময়কান্তি দাস, জয়দেব সিনহা, শিবাশিস ভট্টাচার্য ও শুভ্রকান্তি ভট্টাচার্য। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন হয়েছিল ২১ ডিসেম্বর। নির্বাচনে জয়ীরা প্রত্যেকেই ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।

প্রেস ক্লাবের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এদিন শিলচর সার্কিট হাউস রোডের হাসিখুশি ভবনে গণতন্ত্র-গণমাধ্যম-রাজনীতিক-আমলাতন্ত্র্: পারস্পরিক সম্পর্কের গতিপ্রকৃতি শীর্ষক এক আলোচনাসভায় পৌরহিত্য করেন বিজয়কৃষ্ণ নাথ। আলোচ্য বিষয়টির ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এমনকী তথ্য জানার অধিকার আইনকেও পঞ্চম স্তম্ভ বলে উল্লেখ করেন তিনি। আরটিআই গণতন্ত্রে আধুনিক সংযোজন উল্লেখ করে বিজয়কৃষ্ণ বলেন, আরটিআইয়ের মাধ্যমে অনেক বড় বড় কেলেঙ্কারি ফাঁস হয়েছে। আমলাতন্ত্রে ঢুকে পড়েছে দুর্নীতি। দুর্নীতিই যে দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, সে-কথাও উল্লেখ করেন তিনি।

 এছাড়া বক্তব্য রাখেন সিপিএম নেতা দুলাল মিত্র, কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, আমরা বাঙালির রাজ্য সচিব সাধন পুরকায়স্থ, সমাজকর্মী মৃদুলকুমার ধর, বিশিষ্ট সাংবাদিক বিভূতিভূষণ গোস্বামী, অসীম দত্ত, সনৎকুমার কৈরি, তাজ উদ্দিন বড়ভুঁইয়া, বিশিষ্ট ব্যক্তিত্ব হারাণ দে সহ সঞ্জীব দেবনাথ। উপস্থিত ছিলেন সমাজকর্মী জয় বরদিয়া।

সভায় মিসবাহুল ইসলাম সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে বলেন, গণতন্ত্র সংবাদ মাধ্যমের ওপর অনেককাংশে নির্ভরশীল। পার্থরঞ্জন চক্রবর্তী বর্তমানে সংবাদ মাধ্যম চাপের মুখে রয়েছে বলে মত ব্যক্ত করেন। দুলাল মিত্র বলেন, মুখে গণতন্ত্রের কথা বলা হলেও তা রক্ষা হচ্ছে কোথায়। গণতন্ত্র ও রাজনীতির মধ্যে এক বিরাট দ্বন্দ্ব রয়েছে বলেও মত প্রকাশ করেন তিনি।সাধন পুরকায়স্থের কথায়, দেশে বহুদলীয় গণতন্ত্র থাকায় সংখ্যাগুরুদের মতামতের ওপর ভিত্তি করে সরকার গড়া হচ্ছে না। দেশের প্রতিটি শাসকদলকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আবেদন জানান তিনি। বিভূতিগোস্বামী বলেন, প্রতিটি সংবাদমাধ্যমের নিজস্ব মতাদর্শ ও স্বকীয়তা রয়েছে। শতবর্ষ প্রাচীন অনেক সংবাদ মাধ্যমের আজও নিজস্ব মতাদর্শ থেকে সরে না আসার নজির রয়েছে। এই ধারাবাহিকতা আগামীতেও থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।

প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দনও জানিয়েছেন ক্লাবের নতুন সভাপতি বিজয়কৃষ্ণ নাথ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news