বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ইসরো-র গ্রাউন্ড স্টেশনের, বিষণ্ণতার কালো মেঘ ইসরো-র আকাশে

< 1 - মিনিট |

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ইসরো-র চেয়ারম্যান

কে আর সি টাইমস ডেস্ক

মহাকাশ বিজ্ঞানে ইতিহাস তৈরি হওয়ার আগেই থমকে গেল ইসরো-র চন্দ্রযান-২| খোঁজ নেই বিক্রম ল্যান্ডারের| চাঁদের পৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার উপরে ই বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইসরো-র গ্রাউন্ড স্টেশনের| উদ্বেগ-উত্কণ্ঠায় দেশবাসী| নিজেকে ধরে রাখতে পারলেন না ইসরো-র চেয়ারম্যান কে সিবনও| প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ইসরো-র চেয়ারম্যান|

ইসরো-র বিজ্ঞানীদের মধ্যে বিষণ্ণতার ছায়া থাকলেও, তাঁদের উত্ফুল্ল রাখার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে আছি| প্রতিটি ভারতবাসী আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত এবং তাঁরা আরও আত্মবিশ্বাসী হলেন|’ কিন্তু, দুঃখ তো দুঃখই হয়! শনিবার ভোররাত থেকেই ইসরো-র বিজ্ঞানীদের চোখে মুখে বিষ্ণণ্ণতার ছাপ| ইসরো-র কন্ট্রোল রুমও নিশ্চুপ| বিক্রম ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও, এখনই হাল ছাড়তে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিজ্ঞানীরা| চলছে তথ্য বিশ্লেষণ| কিন্তু, কেন এমন হল সেই সদুত্তর দিতে পারেনি ইসরো|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news