ডিঅরবিটিংয়ের এই প্রক্রিয়ার জন্য মাত্র ৯ সেকেন্ড সময় লেগেছে।’ প্রসঙ্গত, একটি কক্ষপথ থেকে নির্দিষ্ট আর একটি কক্ষপথে যাওয়াকেই বলে ডিঅরবিটিং
চাঁদের মাটি স্পর্শ করার তাগিদে ক্রমশই এগিয়ে চলেছে বিক্রম ল্যান্ডার। বুধবার ভোররাতে (ভারতীয় সময়) চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বিক্রম ল্যান্ডার। গত সোমবারই অরবিটার থেকে আলাদা হয়ে গিয়েছিল বিক্রম ল্যান্ডার। এরপর মঙ্গলবার সকালে (৩ সেপ্টেম্বর) প্রথম ডিঅরবিটিং প্রক্রিয়া সম্পন্ন হয় বিক্রম ল্যান্ডারের।
মঙ্গলবারের পর বুধবার ভোররাতে দ্বিতীয় ডিঅরবিটিং প্রক্রিয়াও সফলভাবে সম্পন্ন হয়ে গেল। এরপর পর্যাক্রমে আরও কয়েক ধাপ পেরিয়ে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা ছোঁয়াবে বিক্রম ল্যান্ডার।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘পূর্ব পরিকল্পনা মতো ভারতীয় সময় বুধবার ভোররাত ৩.৪২ মিনিটে অন-বোর্ড প্রপালশন সিস্টেমের মাধ্যমে দ্বিতীয় ডিঅরবিটিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
ডিঅরবিটিংয়ের এই প্রক্রিয়ার জন্য মাত্র ৯ সেকেন্ড সময় লেগেছে।’ প্রসঙ্গত, একটি কক্ষপথ থেকে নির্দিষ্ট আর একটি কক্ষপথে যাওয়াকেই বলে ডিঅরবিটিং। সেই পথে পরিকল্পনা মতোই এগোচ্ছে বিক্রম ল্যান্ডার। যাত্রা শুরু হয়েছিল গত ২২ জুলাই। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন স্পেস রিসার্চ সেন্টার থেকে দুপুর ২টো ৪৩ মিনিটে বাহুবলি রকেটে চেপে চাঁদের উদ্দেশে উড়ে যায় চন্দ্রযান-২। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে রোভার-সহ অবতরণ করবে বিক্রম ল্যান্ডার।