দিল্লির দরিয়াগঞ্জে হিংসা: ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ

< 1 - মিনিট |

পুলিশ অবশ্য জানিয়েছে, পাথর ছোড়ায় অভিযোগে কয়েকজন আটক করা হয়েছে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

কে আর সি টাইমস ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে পুরনো দিল্লির দরিয়াগঞ্জে হিংসার ঘটনায় মোট ১৫ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে দাঙ্গা এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের দায়িত্ব পালনের বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সিএএ-র প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। হিংসার ঘটনায় মোট ৪০ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ৮ জন নাবালককে শনিবার ভোররাতে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে মোট ১৫ জনকে। এনআরসি ও সিএএ-বিরোধী সমাবেশ ঘিরে শুক্রবার উত্তপ্ত হয় দিল্লি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, দরিয়াগঞ্জ থানায় বেশ কয়েকজন নাবালক ও কয়েজন তরুণকে আটকে রেখেছে পুলিশ। পুলিশ অবশ্য জানিয়েছে, পাথর ছোড়ায় অভিযোগে কয়েকজন আটক করা হয়েছে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news