থানার মধ্যেই আক্রান্ত মহিলা পুলিশ!

2 - মিনিট |

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কে আর সি টাইমস ডেস্ক

হরিদেবপুর থানার মধ্যেই আক্রান্ত মহিলা পুলিশ। থানার ভিতরই ওই পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ নিয়ে তদন্তে ততপর পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাড়িওয়ালা-ভাড়াটের মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে বুধবার ঘটনার সূত্রপাত। ওইদিন বাড়ির অশান্তি মেটাতে থানায় পৌঁছন দু’পক্ষই। বুধবার রাতে সেখানেও শুরু হয় বচসা। সেই সময়ই থানায় কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী অশান্তি মেটানোর চেষ্টা করেন। অভিযোগকারিণী উল্টে তাঁকেই মারধর করতে থাকে। এরপর অন্য পুলিশ কর্মীরা গিয়ে ওই মহিলা পুলিশ কর্মীকে উদ্ধার করেন।

পুলিশ শব্দটা শোনা মাত্রই হাজার অস্বস্তি তথা সংকটের মধ্যেও সৎ মানুষ খুঁজে পায় একটা স্বস্তির আস্তানা। বিভিন্ন অরাজকতার মধ্যেও পুলিশের উপস্থিতি জনসাধারণের কাছে একটা অভেদ্য সুরক্ষার প্রলেপের্ মতোই মনে হয়। নানান সামাজিক প্রতিবন্ধকতা থেকে উদ্ধারের আলো যে দেখায় সেই পুলিশের আস্তাবল অর্থাৎ থানাকেও স্বাক্ষী থাকতে হচ্ছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার। স্বভাবতই প্রশ্ন দানা বাঁধছে সাধারণের মনে। কোথায় গেলে পাব সুরক্ষার ছাউনি, একটু স্বস্তির ঠিকানা? বর্তমান সমাজে ঘটা দৈনন্দিন ঘটনা গুলি বারবারই স্পষ্ট করেছে মাতৃগর্ভ ছাড়া হয়তো সুরক্ষা আর কোথাও নেই। মাতৃগর্ভ বললেও কিছুটা ভুলই হবে। নরপিশাচরা লালসা তৃপ্তি করতে ছাড়ে না গর্ভবতী মাকেও।

গতকালের ঘটনার পর এই সুরক্ষার প্রশ্নটা আরও যেন ভাবিয়ে তুলেছে জনগণকে।
এই প্রথম নয়, গত ১২ আগস্ট রাতেই মেনকা সিনেমাহলের সামনে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে কয়েকজন যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। কমপক্ষে ৩০ জনের একটি দল টালিগঞ্জ থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করেছিল। জখম হয়েছিলেন কমপক্ষে সাতজন পুলিশ কর্মী। ওইদিন গভীর রাতে সার্দান অ্যাভিনিউ চত্বরে বাইক চালিয়ে যাচ্ছিলেন তিন যুবক। মাঝ রাস্তায় যথারীতি চেকিংয়ের জন্য বাইক আরোহীদের দাঁড়াতে বলেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা । কিন্তু দাঁড়ানো তো দূর, উলটে পুলিশ আধিকারিকদেরই উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে চম্পট দেয় ওই তিন যুবক ।
শুধু তাই নয়, এই ঘটনার পর মদ্যপ অবস্থায় তারা টালিগঞ্জ থানাতেই অশান্তি করে বলেও অভিযোগ । অভিযুক্তদের মধ্যে দু’জনকে আটক করে টালিগঞ্জ থানায় নিয়ে যান এক কনস্টেবল। গভীর রাতে থানায় হাজির হন অভিযুক্তের যুবকদের পরিবারের লোকেরা । এরপর থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের বেধড়ক মারধর করে তাঁরা। সেই ঘটনার পুনরাবৃত্তি হল এবার হরিদেবপুর থানায় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news