মঙ্গলবার এমনই জানিয়েছেন রাজ্যের বুনিয়াদি শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী। এই নির্দেশিকা শুধুমাত্র সরকারি এবং সরকারি সাহা্য্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য প্রযোজ্য
স্কুলে যোগাভ্যাস বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে সকালের প্রার্থনার সময় ১৫ মিনিটের জন্য সকল পড়ুয়াদের যোগাভ্যাস করতে হবে। মঙ্গলবার এমনই জানিয়েছেন রাজ্যের বুনিয়াদি শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী। এই নির্দেশিকা শুধুমাত্র সরকারি এবং সরকারি সাহা্য্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য প্রযোজ্য। প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা এই নির্দেশিকার আওতার মধ্যে পড়বে।
এদিন সতীশ দ্বিবেদী জানিয়েছেন, সকালের প্রার্থনার সময় পড়ুয়াদের যোগাভ্যাসের করানোর নির্দেশিকা সমস্ত সরকারি স্কুলগুলিকে দেওয়া হয়েছে। যোগের পাশাপাশি পড়ুয়ারা যাতে খেলাধূলার প্রতিা আগ্রহী হয়ে ওঠে সেই জন্য শেষ পিরিয়ডটাকে খেলাধূলার জন্য বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলো ইন্ডিয়া এবং ফিট ইন্ডিয়ার কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।