অসময়ে কালবৈশাখীর তান্ডবে তছনছ করে দিলো দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া

< 1 - মিনিট |

শনিবার রাত দু’টা নাগাদ আচমকা শিলাবৃষ্টি এবং তুফান আসতেই দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাক জিপির ঝালনাছড়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ভূপতিত হয়েছে ।

অজিত দাস

অসময়ে কালবৈশাখীর তান্ডবে তছনছ করে দিলো দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া গ্রাম, বেশ কিছু ঘরবাড়ী ভূপতিত হয়েছে এই ঝড় তুফানে।

জানা যায়, শনিবার রাত দু’টা নাগাদ আচমকা শিলাবৃষ্টি এবং তুফান আসতেই দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাক জিপির ঝালনাছড়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ভূপতিত হয়েছে । কারো ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, কারো ঘরের উপরে বড় গাছ পড়ে যায়, আবার দুয়েকটি পরিবারের দুয়েকজন জখমও হয়েছেন ।

পরদিন সকাল হতেই ঝালনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আসুর কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে গিয়ে জখম হওয়া লোকজন সহ ভূপতিত হওয়া ঘরের দৃশ্যগুলো খতিয়ে দেখে কাঠলীছড়া সার্কাল ও স্থানীয় বিধায়ক সহ আসাম সরকারের হস্তক্ষেপ কামনা করেন ।

ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মধ্যে রয়েছেন- হুসেন আহমেদ বড়ভূইয়া, মোতাহির আলী মাজারভূইয়া, দর্মজয় রিয়াং,
জিয়াবুর রহমান বড়ভূইয়া, রিয়াজ উদ্দিন চৌধুরী, পাচিলা রিয়াং, হাছনা বেগম চৌধুরী, আলী আহমদ লস্কর সহ আরো কয়েকটি পরিবার ।

কাটলিছড়া সার্কাল অফিসার এবং বিধায়কের পক্ষ থেকে সরজোমিনে এসে তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকি আর্থিক সাহায্য প্রদান করার জন্য আসুর পক্ষ থেকে দাবি জানানো হয় এই এই ব্যাপারে ঝালনাছড়া ছাত্র সংস্থা আসুর কর্মকর্তারা কাঠলীছড়া সার্কাল অফিসে আজ একটি স্মারকপত্রও জমা দেওয়া হবে বলে জানা যায় ।
এদিনের পর্যবেক্ষণ কালে উপস্থিত ছিলেন ছাত্র সংস্থা আসুর সভাপতি ফারুক আহমেদ বড়ভূইয়া, সাধারণ সম্পাদক জাকির হুসেন মজুমদার, এবং কুতুবউদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, ফরিস উদ্দিন মজুমদার,
হায়দর আলী লস্কর, ও আলি হুসেন লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা।

Promotional | Connect with KRC Foundation

www.krcfoundation.org | info@krcfoundation.org
KRC TIMES | Placements |Barak Festival | InfoCom Diary | Brain Vision

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news