বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন বর্তমান বিজেপি সরকার অসম সহ উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে
অসমে এসে এগারো হাজার শিল্পীর বিহু নৃত্য দেখে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সরুসাজাই স্টেডিয়ামে সুসজ্জিত রথে চেপে নৃত্যের এই বিশাল আয়োজন ঘুরে দেখেন তিনি অসমের মুখ্যমন্ত্রী ড৹ হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। হাত নেড়ে সবাইকে উৎসাহ দিতেও কার্পণ্য করেননি দেশের প্রধানমন্ত্রী। পরে তিনি এইমস সহ তিনটি মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন বর্তমান বিজেপি সরকার অসম সহ উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিত ছিলেন অসমের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।