শিলচরের SDRFদল এসে কাটার দিয়ে গাড়ি কেটে দীর্ঘ ২ঘন্টা পর চালক কে উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়।
কুম্ভা মাটিছড়ার বাসিন্দা খামা গোয়ালার ছেলে মনোজ গোয়ালা শুক্রবার বিকাল অনুমানিক ৩টা ৩০মিনিট নাগাদ AS10DE1442 নম্বারের মারুতি ভ্যান নিয়ে নিজে গাড়িচালিয়ে শিলচর যাওয়ার পথে কাটাটিলা এলাকায় রাস্তার উপর থাকা ডিবাইডারে ধাক্কা মারে । ডিভাইডারে ধাক্কা মারতেই গাড়ির সামনে দিক ভিতরে চলে আসায় চালক মনোজ গোয়ালার একটি পা ভিতরে আটকে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উধারবন্দ থানায়। চুটে আসে অগ্নী নির্বাহক বাহীনি ।
প্রত্যক্ষদর্শী ও অগ্নীনির্বাহক বাহীনির দীর্ঘ প্রচেষ্টা করে চালকে উদ্ধার করতে না পারায় খবর দেওয়া হয় শিলচরে SDRF দল কে। শিলচরের SDRFদল এসে কাটার দিয়ে গাড়ি কেটে দীর্ঘ ২ঘন্টা পর চালক কে উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়।
Advertisements | 5E For Success