পবিত্র রমজান মাস উপলক্ষে জি .এন .আর.এফ-র দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

< 1 - মিনিট |

সমগ্ৰ ভারতব্যাপী দু:স্থ ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন সময় খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে।

অজিত দাস

পবিত্র রমজান মাস উপলক্ষে দাওয়াতে ইসলাম সংঘটনের অন্যতম বিভাগ গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (জি .এন .আর.এফ) নামের সংস্থাটি সমগ্ৰ ভারতব্যাপী দু:স্থ ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন সময় খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে।

জি .এন .আর.এফ-র শিলচর শাখার উদ্যোগে মহা পবিত্র রমজান মাস উপলক্ষে শিলচরে বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে খাদ্যসামগ্রী যেমন চাল-ডাল-তেল-লবণ সহ আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

ফাউন্ডেশনের সদস্যরা বলেন, উনারা কেবল রমজান মাসে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা সহ পরিবেশ দিবসে গাছ লাগানো সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরের ও আয়োজন করে থাকেন, উনারা উদ্দেশ্যে হচ্ছে যথাসম্ভব গরীবদের পাশে থাকা। উনারা এই জি .এন .আর.এফ- সেবামূলক কাজের সঙ্গে আরো বেশি করে সমাজ দরদী মানুষদের জড়িত হওয়ার জন্য অনুরোধ জানান।

Promotional | Connect with KRC Foundation

www.krcfoundation.org | info@krcfoundation.org
Brain Vision | KRC TIMES | InfoCom Diary | Placements |Barak Festival

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news