সমগ্ৰ ভারতব্যাপী দু:স্থ ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন সময় খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে।


পবিত্র রমজান মাস উপলক্ষে দাওয়াতে ইসলাম সংঘটনের অন্যতম বিভাগ গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (জি .এন .আর.এফ) নামের সংস্থাটি সমগ্ৰ ভারতব্যাপী দু:স্থ ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন সময় খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে।
জি .এন .আর.এফ-র শিলচর শাখার উদ্যোগে মহা পবিত্র রমজান মাস উপলক্ষে শিলচরে বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে খাদ্যসামগ্রী যেমন চাল-ডাল-তেল-লবণ সহ আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
ফাউন্ডেশনের সদস্যরা বলেন, উনারা কেবল রমজান মাসে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা সহ পরিবেশ দিবসে গাছ লাগানো সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরের ও আয়োজন করে থাকেন, উনারা উদ্দেশ্যে হচ্ছে যথাসম্ভব গরীবদের পাশে থাকা। উনারা এই জি .এন .আর.এফ- সেবামূলক কাজের সঙ্গে আরো বেশি করে সমাজ দরদী মানুষদের জড়িত হওয়ার জন্য অনুরোধ জানান।
Promotional | Connect with KRC Foundation

Brain Vision | KRC TIMES | InfoCom Diary | Placements |Barak Festival