বাংলাদেশস্থিত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ রমনা কালী মন্দির ও শ্রীশ্রী মা আনন্দময়ী আশ্রম পরিদর্শনের পাশাপাশি তিনি মন্দির চত্তরের কাজও খতিয়ে দেখেন।
ভারত সরকারের সহায়তায় মন্দিরের শিল্পকলা পুনর্নিবিকরণের কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও মন্দির কতৃপক্ষ হাই কমিশনারকে অবগত করেন। এছাড়াও হাই কমিশনার স্বজনের সাংবাদিকদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশকে সাদর সংবর্ধনা
< 1 - মিনিট | ১১ সেপ্টে ২০১৯
কে আর সি টাইমস ডেস্ক