মহমেডান ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরা বিদেশি রিক্রুট মজিদ বাসকারকে এদিন সম্মানিত করা হল ক্লাবের পক্ষ থেকে। ক্লাব প্রাঙ্গনে মঙ্গলবার সকালে একটি অনুষ্ঠানে প্রাক্তন এই ইরানি ফুটবলারকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ও মহমেডানের বর্তমান কোচ সুব্রত ভট্টাচার্য, ক্লাব কর্তা কামারুদ্দিন ও অন্যান্যরা।
মজিদকে সম্মান জানাল মহমেডান
< 1 - মিনিট | ১৩ আগ ২০১৯
কে আর সি টাইমস ডেস্ক