শিলচর অম্ভিকাপট্রি পয়েন্টে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিটের জেরে রক্তাত হন ৩, থেকে চারজন

< 1 - মিনিট |

বরদা কলোনির ৩’ থেকে ৪ জনের মাথ ফেটে রক্তাত্ত হয়ে যায়

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – আজ দ্বিতিয় দিনেও শিলচরে দুর্গা প্রতিমা বিসর্জন যাওয়ার সময় শিলচর অম্ভিকাপট্রি পয়েন্টে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিটের জেরে রক্তাত হন ৩, থেকে চারজন । প্রতম দিনে কোন অঘটন না হলেও দ্বিতয় দ্বিনে বিসর্জনজনে নিয়ে যাওয়ার সময় অম্ভিকাপট্রি বরদা কলোনির স্থানিয়দের সাথে অন্য একটি দূর্গাপূজা কমিটির সাতে দুই পক্ষের ক্ষতা কাটা কাটি যেরে তুমুল মারপিট শুরু হয়ে যায়।

এতে বরদা কলোনির ৩’ থেকে ৪ জনের মাথ ফেটে রক্তাত্ত হয়ে যায়, সংগে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্বার করে শিলচর সিবিল হাসপাতালে পেরন করাহয়। ঘটনাস্থলে পুলিশ প্রসানের কয়েকজন থাকলেও ঘটনা সামাল দিতে হিমসিম ক্ষেয়েজান। পরে রাইডিং স্কট এসে ঘটনা সামাল দেন।এতে প্রতিমা বিসরজন দেখতে আসা দর্শনার্থীদের দের মধ্যে আতঙ্ক দেখা যায়।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *