আয়োজকদের আমন্ত্রনে প্রয়াতদের পক্ষ থেকে সম্মাননা গ্ৰহন করে ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের নিকট আত্মীয় পরিজন
শিলচর : জাতীয় ক্রীড়া দিবসের প্রাক্কালে হকি যাদুকর মেজর ধ্যান চাঁদজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইটখোলা এথলেটিক্ ক্লাব ও স্থানীয় ‘সেবা’ সংস্থার সদস্যরা মিলে ইটখোলা, মালুগ্রাম ও ঘনিয়ালা অঞ্চলের প্রয়াত ১৬ জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া পৃষ্টপোষকদের মরনোত্তর সম্মাননা জানানো হয়। আয়োজকদের আমন্ত্রনে প্রয়াতদের পক্ষ থেকে সম্মাননা গ্ৰহন করে ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের নিকট আত্মীয় পরিজন। সভার শেষান্তে উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।