আশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।


সেবা ও আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে এবার শতবর্ষে পাড়ি দিল শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। এউপলক্ষে ১৫ই মার্চ থেকে আগামী ২০ মার্চ পর্যন্ত নানা কর্মসূচি হাতে নিয়েছে উদ্যোক্তারা। রবিবার হাতি,ঘোড়া ও পাল্কী সহ বিভিন্ন ভাষা-জনগোষ্ঠির মানুষকে সঙ্গে নিয়ে শিলচরে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে সংস্থার শতবর্ষ উদযাপনের সূচনা করা হয়।
এদিন ভেলুড় মঠের সহ-সভাপতি স্বামী গিরিশানন্দজী মহারাজ ও দেশ-বিদেশ থেকে আসা বিভিন্ন সাধু সন্ন্যাসীদের পাশাপাশি আশ্রমের সকল ভক্তগণ সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিন সুসজ্জিত বিভিন্ন টেবেলো সহ রামকৃষ্ণ পরমহংস দেব,মা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে মিশন প্রাঙ্গণে পৌঁছে সমাপ্তি ঘটে।
পরে গিরীশানন্দজীর হাত ধরে সারদা দন্ত চিকিৎসালয় ও স্বামী যোগানন্দ সভাগৃহের দ্বার উদ্ঘাটন করা হয়। আগামী ১৮ই মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজী মহারাজ ও আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে রামকৃষ্ণ পরমহংস দেবের নবনির্মিত মন্দিরের উদ্ঘাটন করা হবে।
আশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।যারমধ্যে স্মরণিকা উন্মোচন, অতিথি বরণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, দীক্ষা দান, বহুভাষিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা,আরতি ও প্রার্থনা, ধর্মসভা, বাস্তু যজ্ঞ সহ অন্যান্য কল্যাণকারী ধর্মীয় অনুষ্ঠান রাখা হয়েছে।
Promotional | Subscribe KRC TIMES e-copy
