তিজ মুলত উৎসর্গ করা হয় দেবী পার্বতী ও মহাদেবের মিলনকে ।
কথায় আছে বারো মাসে তেরো পার্বণ। তিজ হিন্দুদের এক জনপ্রিয় উৎসব। প্রধানত নেপালে এই উৎসব ধূমধাম করে পালন করা হয়। তাছাড়া দেশের মধ্যে উত্তর ভারতেও প্রতিবছর বর্ষার আগমন উপলক্ষে এই উৎসব নিষ্ঠাসহকারে পালিত হয়। বিশেষত মহিলারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হরিয়ালি তিজ, হরিতালিকা তিজ ও কাজারি তিজ বর্ষার মরসুমকে স্বাগত জানাতে উদযাপিত করা হয়। নাচ –গানে অংশগ্রহণ করে, আনন্দে মেতে ওঠেন মহিলারা। তিজ মুলত উৎসর্গ করা হয় দেবী পার্বতী ও মহাদেবের মিলনকে ।