সুখ ও সমৃদ্ধির উৎসব ‘তিজ’-এ মেতেছেন রাজস্থানি মহিলারা

2 - মিনিট |

তিজ মুলত উৎসর্গ করা হয় দেবী পার্বতী ও মহাদেবের মিলনকে ।

কে আর সি টাইমস ডেস্ক

কথায় আছে বারো মাসে তেরো পার্বণ। তিজ হিন্দুদের এক জনপ্রিয় উৎসব। প্রধানত নেপালে এই উৎসব ধূমধাম করে পালন করা হয়। তাছাড়া দেশের মধ্যে উত্তর ভারতেও প্রতিবছর বর্ষার আগমন উপলক্ষে এই উৎসব নিষ্ঠাসহকারে পালিত হয়। বিশেষত মহিলারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হরিয়ালি তিজ, হরিতালিকা তিজ ও কাজারি তিজ বর্ষার মরসুমকে স্বাগত জানাতে উদযাপিত করা হয়। নাচ –গানে অংশগ্রহণ করে, আনন্দে মেতে ওঠেন মহিলারা। তিজ মুলত উৎসর্গ করা হয় দেবী পার্বতী ও মহাদেবের মিলনকে ।  

তিজ উৎসব মানুষের মনে নতুন উদ্যম এনে দেয়। আনন্দের সঙ্গে সবাই বর্ষাকে স্বাগত জানায়।
বর্ষার সঙ্গে সঙ্গে গাছেদের দোল খাওয়া, মহিলাদের ঐতিহ্যময়ী পোশাক এই উৎসবের সুন্দর্য্য বাড়িয়ে তুলেছে।  
রাজস্থানের জয়পুরে দু’দিন ধরে এক বিস্তৃত শোভাযাত্রা বের করা হয়। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে সেই শোভাযাত্রা উপভোগ করেন।
তিজ বর্ষার মরসুমকে স্বাগত জানাতে উদযাপিত করা হয়
মহিলারা দেবী পার্বতীর কাছে প্রার্থনা করেন তাঁদের স্বামী, সন্তান এবং পরিবারের ভালো স্বাস্থ্য এবং সুখের জন্য।
তিজ আদর্শ মূর্তিটি একটি ক্যানোপি দিয়ে ঢাকা থাকে। গাঙ্গুরের মূর্তিটি একটি সোনার পালকিতে তোলা হয়। সেখানকার ঐতিহ্যবাহী মিষ্টি “ঘেয়োর” এই উৎসবে আলাদা স্বাদ যোগ করে।    

  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news