অকুহারাবাধা টপকে শেষ চারে সিন্ধু

< 1 - মিনিট |

এদিন অকুহারার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু৷ যা বজায় ছিল পুরো ম্যাচ জুড়েই৷মাত্র ৩৯ মিনিটে অকুহারার লড়াই থামিয়ে সেমিফাইনালে পৌঁছন হায়দরাবাদী তারকা৷ প্রথমেই ৩-০ এগিয়ে যান সিন্ধু

কে আর সি টাইমস ডেস্ক

ইন্দোনেশিয়া ওপেনে ছুটে চলেছে পিভি সিন্ধুর জয়রথ৷একদিন আগেই ডেনমার্কের বিশ্বের ১৩ নম্বর  শাটলার মিয়া বিচফেল্টকে যথেষ্ট ঘাম ঝড়িয়ে হারিয়ে শেষ আটে পা রেখেছিলেন৷ আর শুক্রবার পেরোলেন আরও এক ধাপ৷বিশ্বের তিন নম্বর জাপানিজ তারকা নোজমি অকুহারাকে স্ট্রেট গেমে (২১-১৪, ২১-৭) হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন রিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী এই ভারতীয় শাটলার৷

এদিন অকুহারার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু৷ যা বজায় ছিল পুরো ম্যাচ জুড়েই৷মাত্র ৩৯ মিনিটে অকুহারার লড়াই থামিয়ে সেমিফাইনালে পৌঁছন হায়দরাবাদী তারকা৷ প্রথমেই ৩-০ এগিয়ে যান সিন্ধু৷ কিন্তু তার পর লড়াইয়ে ফেরেন জাপানি শাটলার৷ স্কোর ৬-৬ করেন অকুহারা৷ পরে ১২-১০ পয়েন্ট ফের এগিয়ে যান সিন্ধু৷ এর পর অকুহারা এক পয়েন্ট পেলেও টানা পাঁচ পয়েন্ট নিয়ে ১৮-১১ স্কোরে পৌঁছন সিন্ধু৷ শেষ পর্যন্ত ২১-১৪ পয়েন্টে প্রথম গেম জিতে নেন তিনি৷

দ্বিতীয় গেমে অবশ্য অকুহারাকে দাঁড়াতেই দেননি সিন্ধু৷ প্রথমে ৬-১ গেমে এগিয়ে ছিলেন ভারতীয় খেলোয়াড়৷ এর পর অবশ্য লড়াইয়ে ফেরার চেষ্টা করেন জাপানি খেলোয়াড়৷ টানা তিন পয়েন্ট পান অকুহার৷ কিন্তু এখান থেকে টানা ১০ পয়েন্ট নিয়ে জাপানি প্রতিপক্ষকে ২১-৭ গেমে উড়িয়ে দেন সিন্ধু৷ শনিবার সেমিফাইনালে বিশ্বের পাঁচ নম্বর সিন্ধু কোর্টে নামবেন বিশ্বের দু’ নম্বর চিনের চেন ফেই-এর বিরুদ্ধে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news