অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটির রেকর্ড

< 1 - মিনিট |

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সব থেকে সফল ব্যাটিং জুটি এখন রোহিত-ধাওয়ানই৷ তাঁরা টপকে যান ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইনস জুটিকে

কে আর সি টাইমস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি এক  নতুন রেকর্ড গড়ল৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সব থেকে সফল ব্যাটিং জুটি এখন রোহিত-ধাওয়ানই৷ তাঁরা টপকে যান ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইনস জুটিকে৷

ওভালের শতরানের পার্টনারশিপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুটিতে রোহিত-ধাওয়ানের সংগ্রহ ১২৭৩ রান৷ অজিদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এত রান করতে পারেনি আর কোনও ব্যাটিং জুটিই৷ এতদিন এই রেকর্ড ছিল গ্রিনিজ-হেইনসের নামে৷ তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৫২ রান করেছিলেন৷ ক্যারিবিয়ান ব্যাটসম্যানদ্বয় এক সঙ্গে ২৯টি ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন কৃতিত্ব অর্জন করেন৷ রোহিত-ধাওয়ান জুটি সেখানে ২২টি ইনিংসেই টপকে যান ক্যারিবিয়ান জুটিকে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি 

রোহিত ধাওয়ানের ষষ্ঠ শতরানের পার্টনারশিপ৷ এটিও একটি রেকর্ড৷ অজিদের বিরুদ্ধে এতগুলি শতরানের পার্টনারশিপ আর কোনও জুটির নেই৷

সব মিলিয়ে রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটির এটি ১৬তম শতারানের পার্টনারশিপ৷ সচিন সৌরভের পর এই নিরিখে তাঁরা যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন৷ সচিন ও সৌরভ একসঙ্গে ওপেন করতে নেমে মোট ২১টি শতারানের পার্টনারশিপ গড়েছেন৷ ম্যাথিউ হেডেন ও অ্যাডাম গিলক্রিস্টও ওপেনিং জুটিতে ১৬বার একশোর বেশি রান তুলেছেন৷ শুধু ওপেনিং জুটি হিসাবেই নয়, যে কোনও উইকেটের জুটিতে শতরান যোগ করার নিরিখে রোহিত-ধাওয়ান যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে আসেন৷ সচিন-সৌরভের ২১টি এবং দিলশান-সাঙ্গাকারার ২০টি সেঞ্চুরির পার্টনারশিপ রয়েছে৷ হেডেন-গিলক্রিস্ট ও রোহিত-ধাওয়ানের ক্ষেত্রে এই সংখ্যাটা ১৬৷ রোহিত-ধাওয়ান যখনই দলকে একশো রানের গণ্ডি পার করিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে ভারত ম্যাচ জিতেছে৷ ১৬ বারের মধ্যে মাত্র ২ বার হেরেছে ভারত৷

উল্লেখ্য, কেনিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৫২ রান তোলে ভারত৷ অর্থাৎ জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৩৫৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা রাখে তারা৷ শুধু ওভালেই নয়, জিততে হলে বিশ্বকাপের ইতিহাসেও রেকর্ড রান তাড়া করতে হত অস্ট্রেলিয়াকে৷ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালালেও অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ৩১৬ রানে৷অজিদের ৩৬ রানে পরাজিত করে চলতি বিশ্বকাপে উপর্যুপরি দ্বিতীয় জয় তুলে নেয় কোহলি বিগ্রেড৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news