আগামী বছর কোপা আমেরিকার আসরে দেখা যাবে অস্ট্রেলিয়া ফুটবল দলকে

< 1 - মিনিট |

আগামী বছর পরবর্তী কোপা আমেরিকার আসরে দেখা যাবে অস্ট্রেলিয়া ফুটবল দলকে৷ আমন্ত্রিত দেশ হিসাবে ২০২০ কোপা আমেরিকা খেলবে অস্ট্রেলিয়া৷ সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকেও পুনরায় দেখা যাবে কোপা আমেরিকায়

কে আর সি টাইমস ডেস্ক

আগামী বছর পরবর্তী কোপা আমেরিকার আসরে দেখা যাবে অস্ট্রেলিয়া ফুটবল দলকে৷ আমন্ত্রিত দেশ হিসাবে ২০২০ কোপা আমেরিকা খেলবে অস্ট্রেলিয়া৷ সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকেও পুনরায় দেখা যাবে কোপা আমেরিকায়৷

এবার শুক্রবার শুরু হতে যাওয়া কোপা আমেরিকার ঠিক আগে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়৷ সংস্থার সভাপতি আলেজান্দ্রো ডমিংগুয়েজ জানান, দুই অতিথি দেশের পরের কোপায় অংশ নেওয়ার কথা৷ এবছর কাতারের সঙ্গে জাপানকে অতিথি দেশ হিসাবে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে কোপার আসরে৷

আর্জেন্টিনা ও কলম্বিয়া যুগ্মভাবে পরবর্তী কোপা আমেরিকা আয়োজন করবে৷ ১২ দলের টুর্নামেন্টকে দু’টি গ্রুপে ভাগ করা হবে৷ ভৌগোলিক অবস্থান অনুযায়ী এক একট গ্রুপ নিজেদের মধ্যে লিগের ম্যাচগুলি খেলবে যে কোনও একটি আয়োজক দেশে৷ একটি গ্রুপের খেলা হবে আর্জেন্তিনায়৷ অপর একটি গ্রুপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কলম্বিয়ায়৷ স্বাভাবিকভাবেই আয়োজক দেশেরা নিজেদের দেশেই খেলবে তাদের গ্রুপের ম্যাচ৷ দু’টি গ্রুপের চারটি করে দল নক-আউটে জায়গা করে নেবে৷

এবছর ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকা টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে ১৭৮টি দেশে৷ এবার টুর্নামেন্টের ১২টি দলকে ভাগ করা হয়েছে তিনটি গ্রুপে৷ ‘এ’ গ্রুপে আয়োজক ব্রাজিলের সঙ্গে রয়েছে বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু৷ ‘বি’ গ্রুপে আর্জেন্তিনার সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও অতিথি দল কাতার৷ ‘সি’ গ্রুপে আর এক আমন্ত্রিত দল জাপানের সঙ্গে রয়েছে উরুগুয়ে, ইকুয়েডর ও চিলি৷

শুক্রবার সাও পাউলোয় উদ্বোধনী ম্যাচে আয়োজক ব্রাজিলের মুখোমুখি হবে বলিভিয়া৷ শনিবার মেসির আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি সোমবার তাদের কোপা অভিযান শুরু করবে জাপানের বিরুদ্ধে৷ ২০২৪ সালের কোপা অমেরিয়া অনুষ্ঠিত হবে ইকুয়েডরে৷ এখনও নির্দিষ্ট না হলেও ১২ থেকে ১৬টি দল অংশ নিতে পারে সেই টুর্নামেন্টে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news