আঙুলের চোট সারতে সময় লাগবে, ধাওয়ানের পরিবর্তে পন্থের নাম ঘোষণা করল বিসিসিআই

2 - মিনিট |

আঙুলে চোটের জন্য বিশ্বকাপর বাইরে শিখর ধাওয়ান

কে আর সি টাইমস ডেস্ক

আঙুলে চোটের জন্য বিশ্বকাপের বাইরে শিখর ধাওয়ান | তাঁর বদলি হিসেবে নাম ঘোষণা ঋষভ পন্থের | অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া ধাওয়ানকে ফিট করানোর চেষ্টা করা হলেও শেষরক্ষা হল না। ম্যানেজমেন্ট বুধবার ফের তাঁর আঙুলে স্ক্যান করা হয়। দেখা যায়, চোট সারতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। এরপরই বিসিসিআইয়ের তরফে ধাওয়ানের পরিবর্ত হিসেবে ঋষভ পন্থের নাম ঘোষণা করা হয়।

অস্ট্রেলিয়া ম্যাচে চোট পেয়েছিলেন ডান হাতের বুড়ো আঙুলে। স্ক্যান করে দেখা গিয়েছিল হাড়ে চিড় ধরেছে শিখর ধাওয়ানের। প্রথমে জানা গিয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শিখরকে। এর মধ্যে তাঁকে মাঠে ফেরানোর চেষ্টা হবে। বদলি হিসেবে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ঋষভ পন্থকে। কিন্তু তারপরেও ধাওয়ানকে ফিট করার চেষ্টা হচ্ছিল। কিন্তু শেষরক্ষা হলো না। জানিয়ে দেওয়া হলো, বিশ্বকাপে আর দলে ফেরা সম্ভব হবে না শিখরের। তাঁর বিরুদ্ধে বদলি হিসেবে নাম ঘোষণা করা হল পন্থের।

ম্যানেজমেন্ট সূত্রে খবর, বুধবার ফের তাঁর আঙুলে স্ক্যান করা হয়। তাতে দেখা চোট সারতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে শিখরের। অর্থাৎ, বিশ্বকাপে আর খেলা হবে না তাঁর। তারপরেই বিসিসিআই-এর তরফে ধাওয়ানের পরিবর্ত হিসেবে ঋষভ পন্থের নাম ঘোষণা করে দেওয়া হয়। অবশ্য আগে থেকেই এরকম একটা সম্ভাবনা থাকায় দলের সঙ্গে যোগ দিয়ে পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ঋষভ।

উল্লেখ্য, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন গব্বর। সেই ম্যাচেই অজি বোলার কুলটার-নাইলের লাফিয়ে ওঠা একটা বল ডান হাতের বুড়ো আঙুলে লাগে ধাওয়ানের। সেই অবস্থায় দু’বার স্প্রে নিয়েও খেলা চালিয়ে যান তিনি। পরে অবশ্য ফিল্ডিং করতে আর নামেননি ভারতের এই বাঁ’হাতি ওপেনার। পরের দিন ব্যাথা বাড়ায় স্ক্যান করে দেখা যায়, হাড়ে চিড় ধরেছে ধাওয়ানের। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ধাওয়ানের সম্ভাব্য পরিবর্ত হিসেবে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় আরেক বাঁ’হাতি ঋষভ পন্থকে। পন্থ ব্যাক আপ ক্রিকেটার হিসেবে ছিলেন। কিন্তু এর মধ্যেই দেখা যায়, ভারতীয় দলের হয়ে প্রাকটিসে নেমেছেন শিখর। সমর্থকরা আশার আলো দেখেন। ধাওয়ানের হাবে ভাবেও মনে হয়েছিল ইংল্যান্ড ম্যাচের মধ্যেই হয়তো ফিট হয়ে যাবেন তিনি। 

তবে বুধবার ফের তাঁর আঙুলে স্ক্যান করা হয়। দেখা যায়, চোট সারতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। এরপরই বিসিসিআইয়ের তরফে ধাওয়ানের পরিবর্ত হিসেবে ঋষভ পন্থের নাম ঘোষণা করা হয়। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা যে নিরাশ হবেন, তা স্বাভাবিক। ওপেনে ধাওয়ান-রোহিত জুটি দারুণ ফর্মে ছিল। তবে আগের ম্যাচে রোহিত-রাহুল জুটিও ভালো খেলেছে। ঋষভও ভালো ফর্মে আছেন আইপিএল থেকে। গত সফরে ইংল্যান্ডে ভালো খেলেছেন তিনি। এখন দেখার  পন্থ, বিজয় শঙ্কররা যে সুযোগ পাচ্ছেন, তার কতটা সুবিধা তুলতে পারেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news