প্রথম দু’টি ম্যাচে তাজিকিস্তান ও উত্তর কোরিয়ার কাছে হারায় সিরিয়ার বিরুদ্ধে ড্র করেও লাভ হয়নি ছেত্রীদের৷ কিন্তু জয় পেতে মরিয়া ছিল স্টিমাচের দল
দেশের মাটিতে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে ছিটকে গেল ভারত৷ এর আগে উত্তর কোরিয়ার কাছে হেরে কার্যত ছুটি হয়েছিল সুনীল ছেত্রীদের। এবার শেষ ম্যাচে সিরিয়ার সঙ্গে ড্র (১-১) করে টুর্নামেন্টে থেকে বিদায় নিল ভারত৷
উত্তর কোরিয়ার কাছে ২-৫ গোলে হারায় ফাইনালে ওঠার প্রায় শেষ হয়ে গিয়েছিল ছেত্রীদের৷ কিন্তু খাতায়-কলমে তখনও চার দলীয় টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার সুযোগ ছিল স্টিম্যাচের ছেলেদের৷ সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেতে হত সুনীলদের। সেই সঙ্গে উত্তর কোরিয়াকে হারতে হত তাজিকিস্তানের কাছে।প্রথম দু’টি ম্যাচে তাজিকিস্তান ও উত্তর কোরিয়ার কাছে হারায় সিরিয়ার বিরুদ্ধে ড্র করেও লাভ হয়নি ছেত্রীদের৷ কিন্তু জয় পেতে মরিয়া ছিল স্টিমাচের দল৷ ম্যাচের ৫১ মিনিটে অনুরুদ্ধ থাপার কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন গৈলট৷ আন্তর্জাতিক ফুটবলে এটাই প্রথম গোল গৈলটের৷এগিয়ে গিয়ে ম্যাচে আধিপত্য বজায় রাখে ভারত ৷ বেশ কয়েকটি সুযোগ পায় স্টিমাচের ছেলেরা৷ মিড-ফিল্ডেও ভারতীয় ফুটবলাররা আধিপত্য দেখায়৷ চাপে পড়ে যায় সিরিয়া৷ কিন্তু এই অবস্থা থেকেও গোল করতে পারেনি ভারত৷ উলটে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে ম্যাচকে ড্রয়ের পথে ঠেলে দেল ‘মেন ইন ব্লু’৷