একাধিক রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার

< 1 - মিনিট |

একাধিক রেকর্ড গড়ে বিরাট কোহলির ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জয় করল৷

কে আর সি টাইমস ডেস্ক

একাধিক রেকর্ড গড়ে বিরাট কোহলির ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জয় করল৷ হায়দরাবাদের উপলে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া৷ বিধ্বংসী ব্যাটিং করে ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক কোহলি৷ বিরাট ও রাহুলের ব্যাটে রেকর্ড ২০৮ রান তাড়া করে জিতল ভারত৷ টি-২০ ক্রিকেটে এটাই ভারতের সর্বাধিক রান করে জয়৷ এর আগে ২০০৯-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০৭ রান তাড়া করে জিতেছিল ‘মেন ইন ব্লু’৷ এনিয়ে তৃতীয়বার টি-২০ ফর্ম্যাটে দু’শোর বেশি রান তাড়া করে জিতল ভারত৷ দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে অপরাজিত ৯৪ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর বিরাট কোহলির৷ এর আগে কোহলির ব্যক্তিগত সেরা টি-২০ স্কোর ছিল ৯০*৷ তবে এবারও অপরাজিত থাকলেও সেঞ্চুরির স্বাদ পেলেন না কোহলি৷ ক্যারিবিয়ান বোলার হিসেবে টি-২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান দিলেন কেসরিকে উইলিয়ামস৷ ৩.৪ ওভারে ৬০ রান দেন তিনি৷ বিরাট ও রাহুলের হাতে বেধড়ক মার খান ক্যারিবিয়ান এই পেসার৷ এর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি রান খরচ করেছিলেন নিকিতা মিলার৷ তিনি ৫৬ রান দিয়েছিলেন৷ এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে যুগ্মভাবে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সর্বাধিক ৫২টি আন্তর্জাতিক উইকেট নিলেন যুবেন্দ্র চাহাল৷ এর পরে রয়েছেন জসপ্রীত বুমারহ৷ ভারতের মাটিতে কোনও সফরকারি দল হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সর্বাধিক ছক্কা হাঁকাল ওয়েস্ট ইন্ডিজ৷ এদিন ভারতীয় বোলারদের বিরুদ্ধে ১৫টি ছয় মারেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা৷ এভিন লুইস, শিমরন হেটমাইয়ার ও কাইরন পোলার্ড ৪টি করে, জেসন হোল্ডার ২টি এবং ব্র্যান্ডন কিং একটি ছক্কা হাঁকান৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আরও একটি রেকর্ড গড়েন বিরাট কোহলি৷ সবচেয়ে বেশি ১২বার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার নিয়ে আফগানিস্তানের মহম্মদ নবির রেকর্ডে ভাগ বসান ভারত অধিনায়ক৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news