কভিডের থাবা টোকিওর অলিম্পিক ভিলেজে

< 1 - মিনিট |

প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ল

KRC Times Desk

শুক্রবার, নাইজেরিয়া অলিম্পিক প্রতিনিধি দলের একজন সদস্যের নরিতা বিমানবন্দরে পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বছর ৬০-এর ওই  ব্যক্তিটির মৃদু উপসর্গ থাকলেও বয়সের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এটি প্রথম কোনও অলিম্পিক সম্পর্কিত দর্শনার্থীর কোভিড -১৯  সংক্রমণের ঘটনা। 

শনিবার টোকিও অলিম্পিকের ক্রীড়াবিদদের ভিলেজে একজন ব্যক্তির কোভিড পজিটিভ ধরা পড়ে। এই ঘটনা পরের সপ্তাহে শুরু হতে চলা অলিম্পিক গেমস  পরিচালনা সম্পর্কে উদ্বেগ আরও বাড়িয়েছে বলে আয়োজকরা শনিবার জানিয়েছেন।তবে, তাকায়া গোপনীয়তা রক্ষার্থে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।

টোকিও অলিম্পিক আয়োজক কমিটির মুখপাত্র মাসা টাকায়া এক সংবাদিক সম্মেলনে বলেছেন, “ভিলেজে একজন ব্যক্তি ছিলেন। স্ক্রিনিং পরীক্ষার সময় এই ঘটনা ধরা পড়ে। এটিই প্রথম ঘটনা ছিল।”

টোকিওতে সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে  বিশেষজ্ঞরা আরও সতর্ক করে দিয়েছিলেন যে আরও খারাপ পরিস্থিতি হতে পারে, এমনকী বেশ কয়েকটি ক্ষেত্রে অ্যাথলিট এবং গেমসের সাথে জড়িত অন্যান্যদের মধ্যেও সংক্রমণ চিন্তার ভাঁজ ফেলেছে আয়োজকদের কপালে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news